Tuesday 29 April 2014

অভিমান ?

(১)

আহা রাগ করলে তুমি ?
তবে বললে কেন মিষ্টি লাগে আমার দুষ্টুমি ?
দেখো কতো রঙের ফুল এঁকেছি বনানীর গায় ,
তোমার অভিমানের আস্ফালনে পরিয়ে দেব তাই ।
আহা রাগ করলে তুমি ?
তবে বললে কেন মিষ্টি লাগে আমার দুষ্টুমি ?

---

(২)

কেন রাগ করলে বলো ?
আবার বুঝি ঘটা করে মান করতে হলো ?
বউ-কথা-কও, ময়না কোয়েল -
এদের ব্যাকুল করা গান,
বাঁশি ভরে তোমায় দিলাম
ভোরের কুহুতান ।
তবু রাগ করলে বলো ?
আবার বুঝি ঘটা করে মান করতে হলো ?

--

(৩)

এখনো মান ভাঙ্গেনি বুঝি ?
তোমার মান ভাঙানি জাদুর কাঠি কোথায় বলো খুঁজি ?
ফাগুন পূর্নিমায়,
চাঁদের তরী ভাসিয়ে দিলাম প্রেম যমুনায়,
সোনার স্বপ্ন বুলিয়ে দিলাম তোমার চোখের পাতায় ।

এখনো মান ভাঙ্গেনি বুঝি ?
তোমার মান ভাঙানি জাদুর কাঠি কোথায় বলো খুঁজি ?

--
(৪)

এখনও আছে গো মান ?
কত আদরের কতো ফুল,
সন্ধ্যা-মণি টগর চাঁপা
গোলাপ জুই বকুল।
কত চাঁদ কত তারা,
কত ঝর্না দিশাহারা ।
কত সুফী, কত পাখির গান,
করেছি তোমায় দান ।
তবু করো অভিমান ?
দেখবে এমন যখন হবে,
চলে যাবে কত দূরে,
দূর বহু দূরে ।
পাবে না আর আমার দেখা,
পাবেনা কিছুতেই,
দেখবে তখন
আমি নেই, আমি নেই ।
 
তখন প্রেম তিয়াশায়,
 একা একা বিভ্রান্তিতে
খুঁজো আমায়
বাষ্প মাখা অমনিশায় ।
তখন একা একা কোরো অভিমান,
করো নিষ্ফল অশ্রু অভিযান ।


এসো (1)

এসো আমার ঘরে এসো,
আপন করে এসো,
প্রেমেরো স্পন্দনে এসো,
নতুন ফুলের নতুন সুবাস হয়ে,
আমার প্রাণে মেশো ।

Tuesday 15 April 2014

শুভ নববর্ষ

এসো নতুন বছর এসো,
এসো বৈশাখ এসো,
নতুন করে এসো,
নতুন ভাবে, নতুন সাজে এসো,
এসো নতুন বছর এসো । 


নতুন গানের নতুন কলি এসো,
নতুন সুরের নতুন ডালি এসো,
মরা গাঙে নতুন জোয়ার এসো,
ভাঙ্গা তানে নতুন বাহার এসো,
এসো নতুন বছর এসো ।

নতুন ফুলের নতুন সুবাস এসো,
কচি পাতায় প্রাণের আভাস এসো,
নতুন আলোর নতুন বেণু এসো,
নতুন কুঁড়ির নতুন রেনু এসো,
এসো নতুন বছর এসো ।  

নতুন চাঁদের নতুন আকাশ এসো,
অন্ধ ঘরে নতুন প্রকাশ এসো,
শূন্য কোলে নতুন হাসি এসো,
সকল শূন্য পূর্ণ করে এসো,
এসো নতুন বছর এসো ।  

পথহারাদের আলোর নাবিক এসো,
ওগো দুর্জয় ওগো নির্ভীক এসো,
এসো ক্লান্তি-হারা পরম শান্তি এসো,
দুঃখ-হারা অরুণকান্তি এসো,
এসো নতুন বছর এসো ।  


এসো নতুন বছর এসো,
এসো বৈশাখ এসো,
আপন করে এসো,
নতুন রঙ্গে, নতুন ছন্দে এসো,
এসো নতুন বছর এসো ।।

     -----@------
সবাইকে নতুন বছরের শুভকামনা জানাই ।

--
কৃপা

পুনশ্চ : রবিঠাকুরের মহিমায় বেড়ে ওঠা; তাই এই কবিতায় তাঁর একাধিক সৃষ্টির ("এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে", "এসো হে বৈশাখ" প্রভৃতির) প্রভাব রয়েছে একথা স্বীকার করতে লজ্জা নেই । বরং ওনার গৌরবে গৌরবান্নিত হয়ে জীবন যেন ধন্য হয়েছে ।

Monday 14 April 2014

বিরহিনী

আহা বিরহে কাঁদে রাই,
বসন্ত জোছনায় ;


কালার ত্বরে নয়ন ভাসে অশ্রু জলে ;
হিয়ার মাঝে প্রণয় পিদিম জ্বলে ।

বৃন্দাবনে মোহন মুরলী বাজে,
মনকে ধরে রাখতে পারে না যে ।
মন বলে ছুটে যাই ওই বংশীধারী পানে,
মিলন বাসর রচি গানে গানে ।
পারে না সে
বসে রয় ব্যর্থ চরণে,
ধিকি ধিকি জ্বলে নিরবে বিরহ আনলে ।।

 

Monday 7 April 2014

আলালী

ওরে মেঘের দেশের আলালী,
কোথা থেকে এত সুখ তুই মনের মাঝে বিলালি ?
এক মুঠো আদর এত যতনে মাথায় আমার বুলালি,
কত স্বপ্নের প্রদীপ খানি আমার হৃদয়ে জ্বালালি !

Wednesday 2 April 2014

আলোর নাবিক

এবারে জানি আলো নিভে যাবে ।
এবারে ঠিক জানি !
পৌছাতে পৌঁছাতে ঠিক নিভে যাবে
সৈকতের সব আলো !
নামবে নিগুড় রাত
থাকবে না কোনো রঙ
ঝিল মিল ঝিকিমিকি বেলোয়ারি
মুছে গিয়ে
পড়ে থাকবে
আঁধার নিকষ কালো ।

কোথাও কোনো আলোর নিশান থাকবে না বাকি --
আকাশের শুকতারা, নক্ষত্র মন্ডল
সব ঢেকে যাবে ঘন জমাট বাঁধা মেঘে
সেই মেঘ -- যাতে জল নেই, আছে শুধু বুক ভরা বজ্র !

আবার আকাশ চেরা বিদ্যুত
চমকে দেবে না-ফোটা আশা,
ঝরিয়ে দেবে না-জাগা স্বপ্ন !
পাঁজর ভাঙ্গা কান্নায় ভেসে যাবে জাহাজ
অতল গভীরে তলিয়ে যাবে
জীবনের সব রসদ, বাঁচার শেষ আশাটুকু ।

তবু ছুটে যাই ছুটে যাই
জাহাজ ছুটিয়ে,
দুনির্বার গতিতে
প্রাণের শেষ শ্বাসটুকু বাজি রেখে ;
যদি পথের ভুলে, ভাগ্যের দাক্ষিন্যে 
পাই ভোরের স্বপ্নে দেখা স্বর্গ দ্বীপ !

Tuesday 1 April 2014

ভয়

 এ কি ভাবের মালা পরিয়ে দিলে গো সখী
পরতে গেলে হয় ভয়,
খুলতে গেলেও কাঁপে হৃদয় !

এত কেন ভালোবাসো মোরে,
এমন করে বাঁধো  চিত ডোরে ?

সব পেয়েও করি ভয়,
যদি সুখের ঘর ভেঙ্গে দেয়
ঝড় নির্দয় !