Tuesday 4 September 2018

তিমির আশা

চলছে আমার কাটা ছেঁড়া
ক্ষিপ্র হাতের ছুরি-কাঁচিতে;
আমার ঘিলুর ওজন কত
কি আমার রক্তের রঙ
-- সব বুঝতে,
মায়াহীন হীমঘরেতে ।


শুনি কত ফিসফিস
আমার কলঙ্কের  কথা;
শোনেনা কেউ কান পেতে
আমার হৃদপিণ্ডের বোল
কি স্বপ্ন বাজছে তাতে
গহীন দেশের মর্ম-বাসে ।

টুকরো হই আমি, ছিন্ন হই আমি;
অবশ আঙুলের ফাঁক দিয়ে
পালায় বহুদিনের সাধ-গুলো,
নিজেকে আঁকড়ে বেঁচে থাকি ।

কত আঘাত আসে সজোরে
কত বিন্দু বিন্দু রক্ত ঝরে,
জমাট বেঁধে উঠে যায়
আকাশ-গেলা পাঁচিল হয়ে ।

পাঁচিল জড়ানো শেকড় বেয়ে উঠি, 
মোক্ষের সন্ধানে;
আর পিছলে পড়ি বার বার ।
তবু খুঁজি শেকড়ের ফাঁকে ফাঁকে
পারিজাত, মৃত্যুঞ্জয়ী পুষ্প-লতা,
তিমিরের মাঝে প্রথম আলোর আশ নিয়ে ।।

-

কৃপা

Monday 23 April 2018

शयरि

दिल के शख पर​
जो तरन्नुम फुटे है
सच्चे नहि
वो तो झुठे है |

--

इस मुसकुराहाट के चिलमन को हटाके देखो
हज़ारो टुटे हुए ख्वाब मिलेंगे
इस सुकुन भरि सिने को चिड़के देखो
देहेकते हुए आफताब मिलेंगे |

काव्यम्

प्रलय् (Pralay) महोदय:,

अहम् भवते एकम् काव्यम् रचयामि। कृपेण पठतु संशोधनम् करोतु च् मर्ग: दर्शयतु । धन्यवाद:।।

हे प्रलय् !
(त्वम्)
ज्ञानम् वितरनाय
न्यायस्य उद्धार्थाय
मम देशे आगतवान,
संस्कृतमातायै भजनार्थाय
भारतदेशे धर्म स्थापनार्थाय आगतवान ।

हे प्रलय् !
(त्वम्)
संस्कृतस्य ज्ञान वृक्षम्
एकनिष्ठम् स्थितप्राज्ञम्
ज्ञाननिधिबिभुषणम
पवित्रम् सुशिलम्
सुहास शोभितम् ।

हे प्रलय् !
तव ज्ञान वृक्षात्
ज्ञान सुधा वर्षति
तव स्पर्शेन
ज्ञानपारिजातम् विकसति ।


हे प्रलय्!
तव निर्देशेण
अस्माकम् ज्ञानपिपासा त्रिप्तति
अज्ञानस्य तिमिरम् निवारनाय
तव मणीषाशिखा सदा ज्वालयिष्यति ।


हे प्रलय्!
त्वाम्
पुन: पुन: नमामि च
धन्यवादम् ज्ञापयामि ।।

--

English (expected meaning of the above poem)

O Pralay!
To distribute knowledge
To reinstate justice
You have come to my country,
To worship Mother Samskrita
To reinstate Dharma in my country.


O Pralay!
(You are)
A Samskrita wisdom tree
Dedicated, upright
Decorated with the treasure of knowledge;
Holy, well-behaved
Decorated with a pleasant smile.

O Pralay!
From your knowledge tree
Rain holy drops of knowledge,
By your divine touch
Blossoms the Parijaat (the tree of Swarga).


O Pralay!
With your instructions
Our knowledge-thirst is quenched,
To eliminate the darkness of ignorance
Let your flame of knowledge burn forever.


O Pralay!
I salute you again and again
and thank you.
--

এবার বাংলাতেও (কিঞ্চিৎ  পরিবর্তিত)

হে প্রলয়!
জ্ঞান  বিতরনার্থে,
ন্যায়  স্থাপনার্থে
তব আগমন,
সংস্কৃতমাতা বন্দনার্থে,
ভারতদেশে ধর্ম স্থাপনার্থে
তব আগমন ।
হে প্রলয় !
(তব)
সংস্কৃত জ্ঞানবৃক্ষ,
একনিষ্ঠ স্থিতপ্রাজ্ঞ,
জ্ঞানানিধিবিভূষিত,
পবিত্র, সুশীল,
সুহাস-শোভিত ।


হে প্রলয় !
তব জ্ঞান মহীরুহ হতে
জ্ঞান সুধাকণা বরষে,
তব পুণ্য পরশে
জ্ঞান পারিজাত ফোটে হরষে ।

হে প্রলয় !
তব মহিমায়
মোদের অজ্ঞানতা হয় বিলীন,
তব দুনির্বার জ্ঞান শিখা
জ্বলুক অন্তহীন ।

তোমায় জানাই
করজোড়ে
উষ্ণ নমস্কার,
গলায় তোমার পরিয়ে দিলাম
ধন্যবাদের পুষ্পহার |

--

कृपा

অরিন্দমদার ছেলে আর বুলাই-এর মেয়ের জন্যে

প্রথম অরুণ আলো তুমি
নতুন ভোরের ফুল,
তোমায় দেখে আনন্দ আজ
মানে না গো কূল  ।
তোমায় দেখে  দুলছে দেখো
গুলাচ, শিমুল, জারুল
তোমার জন্যে গান ধরেছে  
মত্ত সুফী, বাউল ।

শুভ নববর্ষ

নব অরুণের আলোয় আসুক
নব সৃষ্টির চেতনা
নব প্রভাতের স্নিগ্ধতা আনুক
দুর্লঙ্ঘ্য দুর্বিনীত বাধা জয়ের প্রেরণা ।
সৃজনের উর্বর জমিতে
হোক নব আশার জন্ম,
নব ব্যাপ্তিতে, নব তৃপ্তিতে
নব নিষ্ঠায়, নব প্রগতিতে
স্বপ্ন ভূমিষ্ঠ হোক
পূর্ণতার পারিজাত হয়ে ।


আগামী দিনে সুখের স্বপ্ন চোখে নিয়ে জানাই নববর্ষের শুভেচ্ছা ।

--

কৃপা

শুভ নববর্ষ (ইং) ২০১৮

নব মুকুলের ফোটার আশা হৃদয়ে নিয়ে
নব সূর্যোদয় হোক;
আসুক আলো,
ঘরে ঘরে
অভাগার পর্ণ কুঠীরে,
ক্ষুধিতের জঠর জ্বালায়,
পুরোনো ক্ষতয় স্নেহলেপ হয়ে,
মায়ের সন্ধে প্রদীপের শিখা  হয়ে,
অতন্দ্র সাধকের ললাটে ঘর্ম বিন্দুতে,
নব জাতকের প্রথম হাসিতে,
নব দিগন্তের রঙ মেখে,
নব মৈত্রীর বন্ধনে ।

জানি ১ জানুয়ারী বছরের বাকি দিনগুলোর চেয়ে কোনো মতেই আলাদা নয় । নতুন বছরে পুরোনো নিয়মের একঘেঁয়েমি পুনরাবৃত্তি ঘটবে । কিন্তু তবুও, আগামী ও বিগতের সাঁকোতে, জমা খরচের ভার নামিয়ে, একটু জিরিয়ে নিতে ইচ্ছে করে । পুরোনো ঘড়ির মতো নিজেকে একটু দম দিয়ে নেয়া, উজানে আবার গা ভাসাবার আগে । আবার তো ছুটতে হবে, না পাওয়া স্বপ্নটার পেছনে, যেমন ছোটে শিশু দূর আকাশে কাটা ঘুঁড়ির পেছনে । কখনো নাগাল পাবে কিনা জানেনা । কিন্তু তাও যে ছুটতে হয়, কারণ তাতেই বেঁচে থাকার রসদ, প্রাণবায়ু   ।

সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা । সবার না-ফোটা স্বপ্ন বাস্তবের মাটিতে উঠুক সাধনার পারিজাত  হয়ে । তার ফুলে, ফলে, শাখায় হাসুক সুখ, শান্তি, প্রাপ্তির অনাবিল তৃপ্তি ।

--

কৃপা