Thursday 13 March 2014

অচেনা তুমি




(১)
কে তুমি এলোকেশী,
ভদ্রবেশী ?
হাসো এমন মধুর করে
বাজিয়ে বাঁশি সর্বনাশী ?
এক ফালি চাঁদ হাসে
তোমার দু চোখের জল মহলে 
রং ঝড়ানো অঙ্গে তোমার
জ্বলে রূপ সর্বগ্রাসী ।

(২)

একি অবুঝ খেলা,
মায়া ঘেরা প্রহেলিকা ?
মিষ্টি হাসির যবনিকা ;
তার আড়ালে --
কত না বলা কথা,
কত না বলা সংলাপের মহড়া,
কত না ঘটা দৃশ্য,
কত গোপনে দেখা
স্বপ্নের ছবি আঁকা ।