Friday 15 May 2015

শুভ জন্মদিন : মন্দার স্যার

আজ এ শুভ দিনে,
হে ধৃতিমান !!!
গাহি তোমারই জয় গান ।মোদের শুভেচ্ছার ডালি খানি লয়ে
হয়ো তুমি চির আয়ুষ্মান !
তব জীবন কাননে ।



এসেছিনু একেলা তব দেব অঙ্গনে !
দিয়েছিলে স্থান,
পরম সযতনে  স্নেহের আসনে ।
সেই দিন হতে
কত মহিমার দান
করেছ অম্লান ।
কত সুধা কণা
করেছি গো পান
তব চরণ-গঙ্গা হতে
তব আনন্দ নিকেতনে ।


হয়তো  রহিব না আগামী বত্সর
এই দিনে,
তোমার সনে !
হয়তো হইবে না দেখা ।
তবু এই স্মৃতির মালিকা
যা পরায়ে দিলেম আজি
তব কন্ঠে,
বাজিবে তাহা বেনু হয়ে
ফুলের রেনু লয়ে
তব মন্দির প্রাঙ্গনে ।

-----

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার !!

 আপনার deadline-বিহীন, তাগাদা-বিহীন, TO-DO list-বিহীন জীবন কামনা করি । আশা করি একদিন "জানা হয় নাই, শেখা হয় নাই" এমন জিনিস গুলির প্রতি সুবিচার করতে পারবেন । আর অবশেষে, আপনার না পড়া, না দেখা বই এবং সিনেমা গুলি এবং কাজের চাপে অপূর্ণ সাধগুলোর জন্যে সময় বের করতে পারবেন        

Wednesday 13 May 2015

আশা

অবশেষে হলো প্রতিক্ষার অবসান !
অন্ধকারে আলোর প্রতিক্ষা ..
ধূসর মরুভূমে জলের প্রতিক্ষা ..
যেমন উত্তর মেরুতে অগণিত মাস,
অগণিত দিন
আঁধার-ক্লান্ত মানুষ 
সুর্যোদয়ের দিকে তাকিয়ে থাকে ...
যেমন কালাহারিতে অগণিত মাস
অগণিত দিন
তৃষ্ণার্ত মানুষ
আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকে..
কিন্তু, ওঠেনা সূর্য, আসেনা বর্ষা !
তবু আশ মেটেনা..
ব্যার্থ ক্লান্ত চোখে ঘুম নেমে আসে ..
পরের দিন হয় আবার আশার সমারোহ !
শাস ফুরিয়ে যায়, তবু আশ মরে না..
মানুষ এই আশ বুকে নিয়েই বিদায় নেয়
পরের জন্মে আবার আশ করবে বলে ..
আবার পূর্বাচলের দিকে চেয়ে থাকবে বলে
আকাশের মেঘের দিকে চেয়ে থাকবে বলে ..
জীবন শেষ হয়ে যায়..আশ শেষ হয়না !
কারণ জীবনের নামই আশা !
আশাই মানুষের শাসের ইন্ধন ..
সে আশ না মিটলেও .. সে পথে হাঁটাই জীবন  ।