Sunday 12 March 2017

চান্না মেরেয়া

এবার চলি সখী
শুভেচ্ছায় ভরে রেখো
আমার উল্লেখ-স্বাদ
রসনায় ধরে রেখো
মনের সিন্ধুকেতে
আমার ভালো নাম রেখো 
তারাদের চিঠিতেও
আমার নিয়ে কলাম লিখো
আঁধার তোমার
সব
আপন হলো
আমার
সুখ তারা তোমায়
আমি বিলিয়ে দিলাম
চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া
তোমার আসরে তে
যদি নাই থাকি তো
ব্যাথা তো নেই যে
ব্যাথা তো নেই যে
নিবিড় দুজনের
একাকী বলে চলা
কম
কথা  তো নেই  যে
কথা তো নেই যে
কতবার সকালকে  
তোমার আঙিনায় আমি
সাঁঝ করেছি

চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া
তোমার ঘর থেকে
মুখ ফিরিয়ে অন্য পথে যাই
চন্দন আমি
সুবাস আমার
তোমার কাছে রেখে চলে যাই
মনের মায়া রেখে
তোমার বালিশের তলে 
বৈরাগীর চাদর মুড়ে
বিদায় নিলাম
আমি গেলাম চলে

চাঁদ আমারই আমারই
তুমি
আমারই আমারই
চাঁদ আমারই আমারই
ও প্রিয়া

শুভ পরিণয়

রাজনীগন্ধার মাতাল নেশায়
মধু সমীরণে বহে,
সুখের প্রাপ্তি আশায়
পরীর দল গাহে ।
বাজে কিন্নর বীণা
দোলে পাপড়ি সমুদয়, 
চাঁদের অমৃত কণা
ঝরে নব-যুগলের গায় ।
রাতের ময়ূর খেলে
আলোর নূপুর পরে,  
প্রণয় প্রদীপ জ্বলে
মরম শান্তি নীড়ে ।
উথলে পরে সুধা
উছলে পরে কেশর,
প্রজাপতির রঙে রাঙা
তোমাদের মিলন বাসর ।।

তোমাদের সুন্দর বিবাহিত জীবন কামনা করি । ইচ্ছে থাকা সত্ত্বেও না যেতে পারায় দুঃখিত ! মা বাবা আজ যাবে ।

--
কৃপা

শুভ নববর্ষ (ইং) ২০১৭

কাল বসন্তের নতুন কুঁড়ি
পাপড়ি মেলে দেখবে
নতুন দিনের আলো;
নতুন রোদের নরম আঁচে
ভোরের পাখির গান কানে নেবে সে,
নতুন বাতাসের স্পন্দন প্রাণে নেবে সে;
সাধ করে রবি ঠাকুরের সুরে সে বলবে
"আমি এসেছি গো,
রুদ্ধ দুয়ার খোলো" ।

কিন্তু
কি দেখবে সে?

ব্রেক্সিট-মুখী "ইউরো ছাড়ো" কুচকাওয়াজ?
কালো পুঁজি নিংড়ে নেওয়ার
নিত্য নতুন রেওয়াজ?

কাঁটা তার ডিঙিয়ে
পড়শির ঘরে ছাই ফেলার নৃত্য?
রক্ত-চোখে জব্দ করার
ক্লান্তিকর ইতিবৃত্ত?

কি শুনবে সে?

উন্নয়নের ভগ্নস্তূপে চাপা
অসহায় নিষ্পাপ প্রশ্বাস?
জীবনান্তের সম্বল আঁখড়াতে
সারিবদ্ধ দীর্ঘ নাভিশ্বাস ?

নাকি দেখবে --

ভেতরের কালির অপসারণ;
মনের শাখে শাখে
বিশ্বাসের স্ফুলিঙ্গ স্থাপন;
অরূপ আলোয় চেতনার মিলন;
ভাবের বাজারে
আপনাকে বিলিয়ে দেওয়ার,
মিলিয়ে দেওয়ার
উৎসব উদযাপন ।


নাকি শুনবে --

ঐকতান;
ক্ষেপা বাউলের দোতারায়
বব ডিলনের তান;
মন্দিরে মন্দিরে, গির্জায়,
মৈত্রীর আজান ।

          ~@~

নতুন বছর আনুক
মুক্ত চিন্তার প্রসার,
নতুন ভরসায়, নতুন নিষ্ঠায়
নতুন কর্ম-তেজের অঙ্গীকার ।

            ~@~

তোমাকে এবং তোমার প্রিয়জনদের জানাই শুভ ইংরেজি নববর্ষ ২০১৭-এর প্রীতি ও শুভেচ্ছা !

--
কৃপা