Sunday 7 August 2011

আক্ষেপ

সে এসেছিল নিঃশব্দ  চরণে !
তোমার মনের দুয়ারে নেড়েছিল কড়া,
ঘুমায়ে ছিলে তুমি অচেতনের কোলে,
শুনতে পাওনি তার চুড়ির শব্দ, দাওনি তারে সাড়া !
তার নূপুরের ধ্বনি কেঁদে কেঁদে ফিরে গেছে সুদূর  অন্ধকারে,
তুমি চিনতে পারনি তারে !

আজ কেন হা-হুতাশ করো ?
বেদনার তাজমহল গড় ?
নিষ্ফল অশ্রুজলে আঁকো  কেন আলপনা ?
কাছ থেকে দূরে ঠেলে দিয়ে করেছ তারে অচেনা !

তিলোত্তমা

 কাজল কাজল নয়ন তোমার,
মধুর মধুর হাঁসি |
চপল চপল চলন তোমার,
মনে বজায় সুখের বাঁশি |
কনক কনক অঙ্গ তোমার,
ওগো পরীর দেশের বাসী |
সারা অঙ্গে  জ্বলে তোমার রূপ সর্বনাশী ||

সৃষ্টি তোমার ঠোঁটের পরশ,
প্রলয় তোমার অভিমান |
চন্দ্র তারা তোমার কন্ঠ মালা ,
রুদ্র বীণায় দাও তান |

ফুলের গন্ধ আতর তোমার,
গগন তোমার আঁচল |
বারিদ রঙা কেশে ফোটা লাল অরুন শতদল |

শক্তি তুমি, মুক্তি তুমি, প্রানের মুক্তধারা |
তোমার রূপের প্রদীপ শিখায় আলোকিত বসুন্ধরা ||

কৃষ্ণকলি

হে কৃষ্ণকলি !
তোমার তরে বসে আছি হৃদয় দুয়ার খুলি !

তোমার কালো আন্ধারেতে নিভে গেছে কত চাঁদ ;
তোমার পাগল করা চোখে দেখি আমার মরণ ফাঁদ !

তোমার কালো তনু জুড়ে হাজার হাজার আগুন শিখা হাতছানি দিয়ে ডাকে |
যেমন রাত জাগা আঁখি ডাকে তার তন্দ্রা সখীটিকে  !

Tuesday 2 August 2011

জিয়াদার চীন অভিযান

শুভ হোক তব দেশান্তর গমন,
শৌর্য তব গর্বিত হোক ,
উড়ুক তব বিজয় কেতন |

রাশি রাশি প্রশংসা পুষ্পে ভরে নিও তব সাজি খানি,
ফেরার পথে নিয়ে এসো বিদ্য জনের বাণী ||

(জিয়াদার SIGIR উপলক্ষে চীন যাবার আগে)

Monday 1 August 2011

নয়ন

ও নয়ন ,
তুমি কেন অমন করে চাও?
আমায় এমন ব্যাকুল করে তুমি কি সুখ পাও?
আশার প্রদীপ জ্বেলে কেন চলে যাও?
হৃদয় দুয়ার খুলে মোরে আপন করে নাও !

যদি নাই দেবে ধরা,
তবে কেন এত ছলা কলা ?
কেন আমার মন নিয়ে কর নিঠুর খেলা?

নাকি সবই মনের ভুল?
ভুল করে কাঁটাকে ভেবেছিনু ফুল ?
রিক্ত মরুদেশে কি খুঁজেছি প্রেমের মুকুল?!!