Thursday 27 February 2014

পাপ

মাঝে মাঝে জাগে কি উত্তাপ,
কালাহারি তাপে কেউটের বিষ মাখানো পাপ ?

জীবনের যাঁতাকলে পিষে নিংড়ে বেরোতে  চায়
চাপা নরকের অবীলতা ।
চাপা ঘেন্না, চাপা ব্যথা,
চাপা কান্নার কথা ।
বিতৃষ্ণা ধরে যায় দৈনন্দিন টানাপোড়েনে,
ভাবো, যদি একটু খারাপ হই
ক্ষতি কি?
আড়ালে আবডালে যদি
লালশা চুবিয়ে নি গোপন অন্ধকারে
ক্ষতি কি ?

ভিড়ে,  ভালো মানুষের মুখোশ খানা পরে
জন অরণ্যের কোলাহল ঠেলে দেখো
সেই হাল ফেশানি বসন এর আড়াল থেকে
উদ্দীপ্ত যৌবন দেয় উঁকি !
মন কি চায়
সেই নীল আব্রুর অন্তরালে
রূপের আঁচ পেতে ?
তার তন্বীর আগুন
অঙ্গে শুষে নিতে ?

জীবনের যানজটে জট পাকিয়ে যায়
চিন্তা, সুস্থ বাঁচার আশা ।
তখন কি চাও
এই নির্মম অক্টোপাস থেকে মুক্তি পেতে,
রসাতলের চুল্লিতে আত্মা ঝলসে নিতে ?
কোকেন শ্যাম্পেন আতরে
রসনা ভিজিয়ে নিতে ?
নরকের কানা গলিতে
স্বর্গের চাঁদ ধরতে ?
একবার বাঁচার নেশায়,
বার বার মরতে ?

করেনা ইচ্ছা ?
নাকি তীব্র লোক লজ্জা,
নোঙ্গর ফেলে রাখে ?
তোমার ভদ্রবেশের পলেস্তরা
খসে খসে স্যাঁতস্যাঁতে নগ্নতা উঁকি দেয় ?
নৈতিকতার শিকল ছিঁড়ে
কি ভেতরের পশুটা
জেগে উঠতে চায় ?

জঠরের আগুন কি পোড়াতে চায়
বড় লোকের রঙমহল ?
কোলের শিশুর মুখে
অন্ন দিতে কি শরম বেচতে হয়
বস্তির অন্ধকারে ?

কত পাপ জমা আছে
মনে নির্লজ্জ ভন্ডামির নামাবলী আড়ালে ?
ভীষণ আবেদনে উন্মাদ হও
গহন মনের অন্তরালে ?

 নৈরাজ্য নৈরাশ্য,
আঁধার রাতের আদিকাব্য !
কে সভ্য, কে অসভ্য ?
কে আদিম কে অমর,
মৃত সুপ্তি বন পিঞ্জর !
মায়ার অন্ধকূপ,
ভাঙ্গা চরিত্র ভগ্ন স্তূপ !

এইভাবে অবচেতনে কখন কোন অজান্তে,
এসে দাঁড়াও সেই খাদের প্রান্তে,
আর এক পা এগোলেই তলিয়ে যাওয়া
জড় তনু মন সেঁকে সেঁকে দেয় শয়তানি কালো হওয়া !

তখনই ... ঠিক তখনই ...
কেউ পেছন থেকে জামার খুট টেনে ধরে,
ঘুরে  দেখো অমনিশার ঘোরে,
এক নিষ্পাপ দেব কন্যে !
যেন সুধায় তোমায়,
আলো ঝরা মুখ মন্ডলে
"কেন তুমি আমায় ফেলে ,
অচিরে যাচ্ছ চলে ?"
এক লহমায় মিষ্টি বজ্রাঘাতে,
ফিরে এলে,
এই আবীর মাখা দেশে !
মায়ের স্নেহের দেশ,
ভালবাসার দেশ ।
ফুল পাখির দেশ
চাঁদ তারার দেশ ।
বিবেক মাথায় হাত বুলিয়ে দেয়,
পরিয়ে দেয় দীপ্তি জ্বলা বেশ !

যতই মন চায় ব্যভিচারী হতে;
ফিরে এসো বার বার এই পুণ্য স্রোতে,
পরম শান্তি সৈকতে !


Saturday 22 February 2014

সুভ্রজিতের ছেলের জন্মদিন

(১)
ও ফুল তুমি ফুটে থেকো
ফুলের মধু মেখে,
বেড়ে ওঠো আকাশের চাঁদ হয়ে
দু চোখে রঙিন স্বপন এঁকে ।।

শুভ  জন্মদিন ।


(২)

কে হাসে ওগো
অমন মিষ্টি করে,
তার চাঁদ মুখ থাকুক,
সদাই জ্যোত্স্না ভরে ।

জন্মদিনের  শুভেচ্ছা ।

মাতৃভাষা

হে আমার বাংলা ভাষা ।
তুমি আমার মায়ের ভাষা
সাধের আশা, ভালবাসা ।

তুমি খ্যাপা বাউলের গান,
তুমি মঙ্গল কাব্যের আখ্যান ।
তুমি গৌর হরির কীর্তন,
তুমি মহানামের উচ্চারণ ।
তুমি রামকৃষ্ণের বাণী,
তুমি বঙ্কিম শরত কাহিনী ।
তুমি বীর নজরুলের হুঙ্কার,
তুমি লালন গীতির টঙ্কার ।
তুমি রবি ঠাকুরের গীতাঞ্জলি,
তুমি কবিগান, তুমি পাঁচালি ।
তুমি ঋত্তিক-মৃণাল-সত্যজিতের চিত্র,
তুমি ওঙ্কার, তুমি তর্পণ, তুমি স্তোত্র ।


তোমাতে মায়ের স্নেহ চুম্বন,
প্রিয়ার নিভৃত স্পন্দন ।
তোমাতে অনুরোধ তোমাতে উপরোধ
তোমাতে মৈত্রী তোমাতেই বিরোধ ।
তোমাতে বিবাদ তোমাতে কোন্দল
তোমাতেই আবার মিলনের হিন্দোল ।
তুমি অভিমান তুমি উচাটন
তুমি সম্পর্কের সাতকাহন ।

সবিই তোমার মহিমায়,
সবিই তোমারি অঞ্চল ছায়ায় । 

তোমাতেই প্রথম 'মা' ডাকা,
তোমাতেই প্রথম চোখে জীবনের স্বপ্ন আঁকা ।
তোমাতেই প্রথম ব্যথার অভিব্যক্তি,
প্রথম সুখের প্রথম অনুভূতি ।
তোমাতেই প্রথম চোখে চোখ রেখে হৃদয়ের কথা বলা,
তোমাতেই ভাবের ডালি খোলা ।

তোমাতেই মাঝি মোল্লাদের গান,
তোমাতেই ভাটি তোমাতেই  উজান ।
তোমাতেই ভোরে আগমনীর সুর,
তোমাতেই হয় শারদ অবসান বেদনা-বিধূর ।
তোমাতেই জনমে উল্লাসের রোল,
তোমাতেই বুক ভাঙ্গা হরির বোল ।
 
তোমাতেই জনম, তোমাতেই জীবন,
তোমাতেই কৃষ্টি, তোমাতেই মনন ।  

কত সাধ নিয়ে বলেছি তোমাতে কত কথা,
লিখেছি কত সুখ কত ব্যথা ।
তোমাতে বুনে শব্দ জাল,
খুলেছি সকল বন্ধ দার ।
তোমাতে  জ্বেলে জ্ঞান-মশাল,
ঘুচিয়েছি মনের অন্ধকার ।

কত কিছু পেয়েছি ওগো তোমার চরণ তলে,
তাই পরিয়ে দিলাম এই শ্রদ্ধার মালা তোমারই গলে ।

শেষ কথা টুকু
বলতে চাই হাত দুখানি তুলে
তোমার কোলে জন্মেছি গো
যেন মরি তোমার কোলে ।

শুধু এত টুকু আমার তুচ্ছ অভিলাষা,
ওগো আমার বাংলা ভাষা ।
আমার সাধের আশা, ভালবাসা ।

Thursday 20 February 2014

অসীমের খোঁজে

হে সুন্দর !
হে ভাবের সমুন্দর,
রস সলীল পারাবার,
অনন্ত সুখের আধার,
যার নেই পারাপার ।
তোমার আলোকে ডুবতে চাই নিরন্তর,
তোমার চরণ তলে খুঁজি সুখ অমৃত প্রান্তর ।
নেশা কাটেনা তোমার মহিমার,
করুনা তোমার অসীম অপার ।

ছুটে ছুটে যাই
বাউলের ন্যায়
দেশ থেকে দেশান্তর ।
পাইনা তোমার দেখা
তোমার রূপ আনিলে সলিলে সমীরে
কৃপা তোমার খুঁজি ফিরি নীড়ে নীড়ে ।
তোমার রূপ জ্বলে চাঁদে আকাশের তারায়
দেখি তোমার প্রতিচ্ছবি নয়নের তারায় ।
শুনি তোমার বংশী ধ্বনি আকাশে
পাই তোমার সুগন্ধ অপরূপ বাতাসে ।
শুধু পাইনা তোমার দেখা
শুধু একা একা করি
তোমার গুনগান,
তোমার নিষ্কাম অপেক্ষা ।

Monday 17 February 2014

শুভ জন্মদিন : জিয়া দা

জানি থাকো তুমি বহু ক্রোশ দূরে,
তবু রেখেছি তোমায় ধরে, আমাদের হৃদয় ঘরে ।
রেখেছি তোমার স্মৃতি আপন করে,
তাই এ শুভ দিনে জানাই শুভেচ্ছা ডালি ভরে ।।

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রইলো ।

Friday 14 February 2014

অবুঝ

দেখেছি তোমার শিশির ভেজা রূপ অপরূপ,
নিশ্চুপ মিষ্টি হাঁসি
মাখা ওই মুখশ্রী ;
কিন্তু হায়
বুঝিনি তোমায়
হে বৈষ্ণবী !
আমারই নাম জপে কীর্তন,
করেছ গোপনে
মধূ স্বপনে
জাগরনে
অচেতনে;
করেছ পান
আমারই স্মৃতি-সুধা
সারাক্ষণ ।

ওই সাগর গভীর হৃদয় তলে,
ছিল যত মুক্তো,
ছিল যত সাধ, যত কথা অব্যক্ত ,
 গেঁথেছো কন্ঠহার
সযতনে সন্তর্পনে
আমারই জন্যে ;
বুঝিনি কিছুতেই,
বুঝিনি কোনক্ষণ !