Wednesday 4 March 2015

প্রথম সনেট

বাঁচি যদি সংসার মাঝে দুখ অনাদরে,
বুকে বাসকি গরল লহে ,
নিরব রোদন-ধ্বনি হৃদ গহবরে
পরাজয়-অনলে নিরবে দহে ;
স্খলিনু প্রতিপদ পঙ্কিল বালুচরে
হৃদ-ক্ষত হতে উষ্ণ-রক্ত বহে,
ব্যর্থ প্রতিক্ষণ জীবন সমরে ;
ব্যাকুল সুখ-পক্ষী একাকিনী গাহে ।
তবু মনঃ-ককোনদে জমে আশা-মধু,
অন্ধ মন-গৃহে জ্বলে প্রদীপ-কিরণ
অমনিশা গগনে দীপ্ত আশা-বিধু ;
আশাপূর্ণা স্বপন করিনু বরণ,
উপশমে স্তোত-বাক্য  উচ্চারিনু শুধু
কঙ্কর মাঝে যদি পাই বিজয় রতন ।।