Thursday 20 September 2012

উল্লাস

আজ বিষের পেয়ালা তুলে নিলাম বাঁচার উল্লাসে,
পাগল করা সুখে যে মোর  প্রাণ হাঁসে মোর  সুখ হাঁসে !

সর্বনাশের মালা খানি পরে তান্ডব নাচি বিশ্ব মাঝে,
মাদল বাজে গগন ফুঁড়ি রুখতে পারি না যে !

রুদ্র বীনা বাজে ঘন ঘন,
থর থর কাঁপে ত্রিভুবন,
কাঁপে ব্রহ্মা, কাঁপে বিষ্ণু, কাঁপে পাতালের যম !

আমি অশান্ত আমি দুরন্ত আমি প্রচন্ড বজ্রনাদ,
জীবনানন্দ নেশায় আমি হয়েছি উন্মাদ !!!

সুরা

আজ পেয়ালা ভরা গান বেঁধেছি ,
সুরার সুরে সুরে ...
মোহন বীণায় দিয়েছি তান,
সুধার  নেশায়  করেছি স্নান,
বুক ভরা সুখ বিলিয়ে দিয়ে দূর থেকে দুরে ।। 

Wednesday 5 September 2012

শিক্ষক দিবস (2012)

এই বরষন মুখর দিনে,
অমৃত ধারা বর্ষিত হোক তব তনু মনে,
ধুয়ে দিয়ে সকল বেথা, মুছে দিয়ে ক্লান্তি ক্লেশ,
আসুক স্নিদ্ঘ সৌম্য অনাবিল পরিবেশ;
আসুক পরম তৃপ্তি, পরম সুখের আবেশ |

হে জ্ঞানবৃক্ষ,
তোমার স্নিগ্ধ ছায়ায় করি মোরা তোমার স্তুতি গান,
তোমার জ্ঞানের আলোক শিখা হোক অনির্বান,
গগন স্পর্শী হোক তোমার শিরস্ত্রাণ |

তোমার ঝুলি হতে আশীষ কণা যেন সদা ঝরে অবিরাম,
আজ কর জোড়ে করি মোরা তোমায় সহস্র প্রণাম | |

শিক্ষক দিবসের শুভেচ্ছা ! ! !

নিশা

জ্বলে কতো আগুন রাতের কৃষ্ণ দেহে!
শত শত বহ্নি শিখা হাতছানি দিয়ে ডাকে,
"এসো এসো কাছে এসো কাছে এসো
কেন রও  বিহনে !"

রাতের মোহনায় স্বপ্ন গুলো ছুঁতে চায়  আকাশের নীল,
সুদূরের চাঁদ চেনা হয়ে ধরা দিতে চায়,
রাত জাগা পাখিদের গানে গানে !