Friday 26 September 2014

মিলন যামিনী

মধু সমীরনো শোভিত যামিনী,
প্রেমেরো কুসুমে গাঁথা ;
ঘন সুনিবিড়ো কোমলো অবণী,
সুখো হিল্লোলো গাথা ।
মিলনো অখিলে দুজনে গোপনে,
ক্ষীরো সুধারসে মাখা;
আপনো হৃদয়ো দোদুলো দোলায়ে
প্রণয়ো রেণুতে ঢাকা ।
পুষ্প ভ্রমর গুন্গুন সুরে
মায়ারো ছন্দে গাহে,
পাখিরো কুজনে কুহু কুহু রাগে
সুর নির্ঝরো বহে ।
ইতি-উতি ধায় ফুলেরো সুরভি
কাহারো নূপুরো বাজে,
চিত্ত পুলকে ময়ূরো নাচে
নবীনো নৃত্য সাজে ।
সুখো পারিজাত কেশরো ছোঁওয়াতে
প্রেমো মুকুলিত লাজে,
বাজে বীণা আজি অজানা ছন্দে
কিশোরো চেতনা মাঝে ।
আকাশো অনিলে সুরেরো সলিলে
প্রনয়ো তরণী ভাসে,
দুটি ব্যাকুলিত হৃদয়ো মিলিছে
মিলনো তৃপ্তি আশে !

ভুল ভাঙ্গানি গান

ফাগুনে ফুলের মেলা
Full of fun ;
ভন্ভনিয়ে ভ্রমর এলো
In a very big van !

Monday 1 September 2014

শুভ জন্মদিন : দ্বৈপায়ন

একেলে শহুরে আঁতলামি,
                             ফিচেল joke এর ফাজলামি ;
খুউউব খিদেতে খেতে যাওয়ায়
                             
                                     যুক্তিবাদী আলসেমি ;
পূজোর বাজারে কেস জন্ডিস
                                       গৃহবন্দী আসামী !
ব্যাজার মুখে ভালো-না-লাগার
                                       চিঁচ্ কাঁদুনে গাহনি ;
জার্মান-আইরিশ জয়েন্ট আঁতাতে
                                   যমে-মানুষে টানাটানি !
প্রনয় কাননে পিরিত ভ্রমর
                                 করছে বুঝি কানাকানি ?
এদিকে বিয়ের বেলতলাতে 
                               নেড়ার ট্যাঁকে রাহাজানি !


Puncture জীবন-টায়ার তোমার
                                   Pঅথে Hওলো Dএরি ;
সকল ব্যথা ভুলে চাখো 
                                      অমৃত রসের হাঁড়ি ।

বিশ্ব সভায় বন্দিত হউক
                                     তোমার রচিত গান ;
মহাযোগী হয়ে করো
                                   জ্ঞানের সাগরে স্নান ।
পুণ্য প্রনয় কাননে ফুটিও
                                     নতুন দিনের কুঁড়ি ;
সুখের আশীষে ভরে থাকুক
                                 তোমাদের জীবন তরী ;
সকল বাধা চূর্ণ করে
                                    এগিয়ে যেও তুমি,
তোমার আলোকে আলোকিত হোক
                                  তোমার মাতৃভূমি ।
বিজয় রথে চড়ো হয়ে
                                       দিগ্বিজয়ী বীর ;
সকল চূড়ার উর্ধে উঠুক
                                তোমার নবীন শির ।