Thursday 20 September 2012

উল্লাস

আজ বিষের পেয়ালা তুলে নিলাম বাঁচার উল্লাসে,
পাগল করা সুখে যে মোর  প্রাণ হাঁসে মোর  সুখ হাঁসে !

সর্বনাশের মালা খানি পরে তান্ডব নাচি বিশ্ব মাঝে,
মাদল বাজে গগন ফুঁড়ি রুখতে পারি না যে !

রুদ্র বীনা বাজে ঘন ঘন,
থর থর কাঁপে ত্রিভুবন,
কাঁপে ব্রহ্মা, কাঁপে বিষ্ণু, কাঁপে পাতালের যম !

আমি অশান্ত আমি দুরন্ত আমি প্রচন্ড বজ্রনাদ,
জীবনানন্দ নেশায় আমি হয়েছি উন্মাদ !!!

No comments:

Post a Comment