Friday 23 November 2012

জ্ঞানের সন্ধানে

হে প্রকান্ড মহাকাশ,
তুমি আমায় ধরা দাও,
আমার আছে যত ক্ষুদ্রতা সব তুমি নাও,
তোমার সব উদারতা উজাড় করে আমায় ভরিয়ে দাও ।

তোমার অসীমতায় আমি মিশে যেতে চাই,
ভুলে আপোনাকে
যেন হারিয়ে যাই লক্ষ লক্ষ আলোক বর্ষ  দূরে
যেখানে
তারারা চুপি চুপি কথা কয় ,
যেখানে
ব্রহ্মান্ডের নিশ্সব্দ লয়ে দোলে গ্রহাণু asteroid,
যেখানে
ব্ল্যাক হোলের গ্রাসে মুছে যায় শত শত আলোক কনিকা,
নক্ষত্রদের সারি সারি মৃতদেহ নিয়ে জেগে রয় প্রগাড় অন্ধকার !
যেখানে
নীহারিকার ময়ুখ শিখায় সাজে আলোর সাঁঝবাতি,
যেখানে
সুদুর ছায়াপথে চলে অতন্দ্র পরিব্রাজক !

সেখানে নিয়ে চল আমায় - মহাবিশ্বের বিশ্ববিদ্যালয়ে
যেখানে
হৃদয়খানি ধরব মেলে মহাজ্ঞানের মুক্তাঙ্গনে !!!



 

No comments:

Post a Comment