Monday 12 August 2013

আলোর সন্ধানে

ক্লান্ত হোস না মন, এখনো অনেক পথ চলা বাকি,
ভেঙ্গে পরিস না চুরমার হয়ে, এখনো সুখের পরশ পাওয়া বাকি ।
নিকষ কালো আঁধার ,
হাতড়ে হাতড়ে পথ খোঁজা ;
পা কেটে যায়, ছোড়ে যায়, ঝড়ে পড়ে কত রক্ত !
তবু মন বলে--
সামনে বাঁক মুরলেই
আছে আলোর সারথী হাতে বর মাল্য নিয়ে ।
অজানা আশায় বুক বেঁধে পথ চলা, আলোর সন্ধানে ।

যদি হই এবারও নিস্ফল, ফেলব আবার চোখের জল !
টপ টপ করে,
ঝড়ে পড়বে কত আশা, কত স্বপ্ন,
মনের গভীরতা নিঃস্ব করে দিয়ে !
তারপর, ফুরিয়ে গেলে অশ্রু নদী,
বুকে নিয়ে রিক্ত বালুচর,
করব আবার সুখের ছল ।
 
ওরে মন, এখনি ক্লান্ত হোসনা তুই !
এখনো অনেক পথ চলা বাকি,
এখনো সুখের পরশ পাওয়া বাকি ।।

  


No comments:

Post a Comment