Friday 3 January 2014

আমার চোখে তুমি : মোনালি ঠাকুর (A Tribute)

প্রথম শুনেছি তোমায়,
শ্রীরামকৃষ্ণ মহিমায়,
শিশু কন্ঠে যবে উঠেছিলে গেয়ে,
"মূরলিতে তব হৃদয়ের কথা ভেসে আসে পবনে,
..সখা হে...."

ওগো আলোকিত এক ইন্দু,
বুঝেছি তুমি অপার গুণের সিন্ধু ।

লাস্যময়ী তুমি নাচো hip-hop নাচো salsa,
দেখি তোমায় মুগ্ধ নয়নে হারিয়ে যায় ভাষা ।

কৃষ্ণকান্তের উইল-এর ভ্রমর হয়ে উড়েছ তুমি ফুলে ফুলে,
হয়েছ তুমি সুরের প্রজাপতি সুরের পাখনা মেলে ।

এর পর Indian Idol, you singing Barbie doll,
সুরেলা হাঁসি মুখে হৃদয়ে এনেছো হিন্দোল ।

কুকনুর এর Lakshmi-এর হাত ধরে
ভাগ্যলক্ষ্মি  উঠুক হেসে,
অনন্ত করুনাধারা
বয়ে যাক ভালোবেসে ।

তখন,
যাবে না তোমায় ছোওয়া
যতই বল "touch me, touch me.."
"jhute mute khwab"
সব হবে সত্যি,
হবে তুমি স্বর্গের পরী,
সুরময়ী, সুন্দরী ।

শুধু মাটির পানে চেয়ো
হেসে ভূবন মোহিনী হাসি,
স্বর্গ থেকে পড়ুক ঝরে,
তোমার নামের পুষ্প রাশি রাশি ।

No comments:

Post a Comment