Tuesday 15 April 2014

শুভ নববর্ষ

এসো নতুন বছর এসো,
এসো বৈশাখ এসো,
নতুন করে এসো,
নতুন ভাবে, নতুন সাজে এসো,
এসো নতুন বছর এসো । 


নতুন গানের নতুন কলি এসো,
নতুন সুরের নতুন ডালি এসো,
মরা গাঙে নতুন জোয়ার এসো,
ভাঙ্গা তানে নতুন বাহার এসো,
এসো নতুন বছর এসো ।

নতুন ফুলের নতুন সুবাস এসো,
কচি পাতায় প্রাণের আভাস এসো,
নতুন আলোর নতুন বেণু এসো,
নতুন কুঁড়ির নতুন রেনু এসো,
এসো নতুন বছর এসো ।  

নতুন চাঁদের নতুন আকাশ এসো,
অন্ধ ঘরে নতুন প্রকাশ এসো,
শূন্য কোলে নতুন হাসি এসো,
সকল শূন্য পূর্ণ করে এসো,
এসো নতুন বছর এসো ।  

পথহারাদের আলোর নাবিক এসো,
ওগো দুর্জয় ওগো নির্ভীক এসো,
এসো ক্লান্তি-হারা পরম শান্তি এসো,
দুঃখ-হারা অরুণকান্তি এসো,
এসো নতুন বছর এসো ।  


এসো নতুন বছর এসো,
এসো বৈশাখ এসো,
আপন করে এসো,
নতুন রঙ্গে, নতুন ছন্দে এসো,
এসো নতুন বছর এসো ।।

     -----@------
সবাইকে নতুন বছরের শুভকামনা জানাই ।

--
কৃপা

পুনশ্চ : রবিঠাকুরের মহিমায় বেড়ে ওঠা; তাই এই কবিতায় তাঁর একাধিক সৃষ্টির ("এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে", "এসো হে বৈশাখ" প্রভৃতির) প্রভাব রয়েছে একথা স্বীকার করতে লজ্জা নেই । বরং ওনার গৌরবে গৌরবান্নিত হয়ে জীবন যেন ধন্য হয়েছে ।

No comments:

Post a Comment