Friday 9 May 2014

বৃতি

এই মিষ্টি ফুলের দুষ্টু মধু !
নাম কি তোমার বৃতি ?
দেখো,
তোমার জন্যে লিখেছি গো মিষ্টি আবৃত্তি ।

বৃতি সোনা বৃতি সোনা,
তুমি যে গো চাঁদের কণা ।
তোমার মিষ্টি হাঁসির আলসেমিতে
কত স্বপ্নের আনাগোনা ।

এই শিশির ভেজা আলোর কণা !
নাম কি তোমার বৃতি ?
ছোত্ত পাখির মত তোমার ছোত্ত আকৃতি ।

বৃতি সোনা বৃতি সোনা,
মিত্তি তোমার দস্যিপনা ।
তুমি যা খুশি তাই করতে পারো
নেইকো তোমার মানা ।

ফুলের রেণু মাখা পাখির পালক
নাম কি তোমার বৃতি ?
সবার চেয়ে উজ্জল হোক তোমার আলোর দ্যুতি ।

No comments:

Post a Comment