Sunday 7 August 2011

আক্ষেপ

সে এসেছিল নিঃশব্দ  চরণে !
তোমার মনের দুয়ারে নেড়েছিল কড়া,
ঘুমায়ে ছিলে তুমি অচেতনের কোলে,
শুনতে পাওনি তার চুড়ির শব্দ, দাওনি তারে সাড়া !
তার নূপুরের ধ্বনি কেঁদে কেঁদে ফিরে গেছে সুদূর  অন্ধকারে,
তুমি চিনতে পারনি তারে !

আজ কেন হা-হুতাশ করো ?
বেদনার তাজমহল গড় ?
নিষ্ফল অশ্রুজলে আঁকো  কেন আলপনা ?
কাছ থেকে দূরে ঠেলে দিয়ে করেছ তারে অচেনা !

No comments:

Post a Comment