Sunday 7 August 2011

তিলোত্তমা

 কাজল কাজল নয়ন তোমার,
মধুর মধুর হাঁসি |
চপল চপল চলন তোমার,
মনে বজায় সুখের বাঁশি |
কনক কনক অঙ্গ তোমার,
ওগো পরীর দেশের বাসী |
সারা অঙ্গে  জ্বলে তোমার রূপ সর্বনাশী ||

সৃষ্টি তোমার ঠোঁটের পরশ,
প্রলয় তোমার অভিমান |
চন্দ্র তারা তোমার কন্ঠ মালা ,
রুদ্র বীণায় দাও তান |

ফুলের গন্ধ আতর তোমার,
গগন তোমার আঁচল |
বারিদ রঙা কেশে ফোটা লাল অরুন শতদল |

শক্তি তুমি, মুক্তি তুমি, প্রানের মুক্তধারা |
তোমার রূপের প্রদীপ শিখায় আলোকিত বসুন্ধরা ||

No comments:

Post a Comment