Monday 1 August 2011

নয়ন

ও নয়ন ,
তুমি কেন অমন করে চাও?
আমায় এমন ব্যাকুল করে তুমি কি সুখ পাও?
আশার প্রদীপ জ্বেলে কেন চলে যাও?
হৃদয় দুয়ার খুলে মোরে আপন করে নাও !

যদি নাই দেবে ধরা,
তবে কেন এত ছলা কলা ?
কেন আমার মন নিয়ে কর নিঠুর খেলা?

নাকি সবই মনের ভুল?
ভুল করে কাঁটাকে ভেবেছিনু ফুল ?
রিক্ত মরুদেশে কি খুঁজেছি প্রেমের মুকুল?!!

No comments:

Post a Comment