Wednesday 14 January 2015

বিয়ের prelude

দৃশ্য  :  পাতাল লোকের জটলা

দুই পাতালবাসী : নিন্দুক ১ এবং  নিন্দুক ২ এর  প্রবেশ ....

নিন্দুক ১ :

জানেন দাদা,
জবর খবর !!

এই সপ্তা খানেক পরে
আসছে ব্যাপক বদল !

নিন্দুক ২ :

বলেন কি  মশাই ?
এত  শিগগির ?

সবুজ  ঘাসের পাতার দেশে
ফুটবে গেড়ওয়া  কমল ?

নিন্দুক ১ :

আরে না না  মশাই !
সেসব নয় !
শুনুন  তবে,
গুনুন মনে
একটা করে দিন ;
রবিবারের রাত গড়ালেই
বাজবে বিয়ের বীণ !

নিন্দুক ২ :

বীণ কেন শুনি ?
একি মশাই সাপ নাচানোর খেলা ?
কিসের তালে  কিসের নাচন
বুঝবে বুঝি ঠেলা ?

নিন্দুক ১ :

এবার হবে বর-বাবাজির জীবন-মরণ খেল !
ছাদনা তলায়  নেড়ার মাথায়
ফাটবে গোটা বেল !

নিন্দুক ২ :

ওরে বাবা !
তারপর কি টোটাল ব্লাক-আউট ?
সর্ষে ফুল, বিষ ফোঁড়া..
লাইফ একেবারে হেল ?

নিন্দুক ১ :

কেন  মশাই ছট-ফটানি ?
তিষ্ঠ ক্ষণকাল !
বললাম বুঝি
সবুজ গিয়ে আসবে আবার লাল ??

আসল মজা হবে মশাই
প্রথম দিনের সক্কালেতে :

যখন ঢুলু ঢুলু চোখে
বর-বাবাজি
দুহাত মেলে
তুলবে দিব্য হাই ;
ঘুমের ঘোরে
আঁতকে উঠে
বলবে "হায় ! হায় !"

"আমার সাধের পালংকেতে
শুয়ে এটি কে ?"
বুঝবে তখন
চেতন পেয়ে,
"আরে দাদা !
এ যে আমারি
বিয়ে করা 'ইয়ে ' " !

"এই তো দাদা
সেদিন রাতে
ঘটা করে
করলাম একেই বিয়ে !
বাজলো উলু,
বাজলো সানাই,
মালা বদল হয়ে গেল
টোপর মাথায় দিয়ে "!

নিন্দুক ২ :

এগ্গে, একটা পোসনো  ছিল :
'ইয়ে ' মানে কি ইস্তিরি ?
গরম নাকি ঠান্ডা ?
মরম মাঝে ছেঁকা দেয়ার
অন্তবিহীন ফান্ডা ?

নিন্দুক ১ :

তখন সে কি করবে
মশাই ?
ভাববে বসে কি ?
সর্ষে ইলিশ
বেগুন পোড়া?
নাকি
পান্তা ভাতে ঘি ?

নিন্দুক ২  :

শেষের পাতের দই ?
নাকি
প্রথম পাতের শুক্ত ?
খাল কেটে এলো আস্ত কুমির ?
নাকি
প্রথম ফোটা মুক্ত?

নিন্দুক ১ :

ওপর থেকে ভাগ্য দেবী
হাসেন বাঁকা বাঁকা ;
টানা টানির বাজারেতে
টেঁক হবে যে ফাঁকা !

নিন্দুক ২ :

দু কান ধরে
ওঠা-বসার,
জ্বালামুখী শর্ত !
ত্রাহি ত্রাহি
কাঁপবে রবে
স্বর্গ থেকে মর্ত !

নিন্দুক ১ ও নিন্দুক ২ সম্মিলিত ভাবে  :

মরেছে ব্যাটা মরেছে ;
একেবারে মরেছে !
প্রেম-পিরিতির অক্টোপাসে
আষ্টে পিষ্টে ধরেছে !!

দুয়ে মিলে অট্টহাস্য, বিপুল করতালি..

এমন সময় ,
ত্রিলোক জুড়ে শংখ, ঘন্টা ধ্বনি ;

আকাশ থেকে দেবদূতের আবির্ভাব !

তীব্র তেজদৃষ্টি দুই নিন্দুকের পানে নিক্ষেপ ...
নিন্দুক-দ্বয় আতঙ্কিত !!

দেবদূত :

থামুন  তো  মশাই !
খুব তো ভারী
চেটাং চেটাং কথা !!
নতুন বিয়ের মুখে কেবল
মারতে হবে ঝেঁটা ?

বিয়ে মানেই কেবল বুঝি
হাঁড়ি-কাঠে গলা ?
নারী মানেই ঘর জ্বালানি
নিঠুর ছলা কলা ?

দেখবেন মশাই
অন্য রকম হবে
প্রনয় রসের খেল !
ফুটবে হাসি !
নেড়ার মুখে,
পরবে না কো বেল !

দুয়ে মিলে সুখ দুঃখ
করে নেবে ভাগ ,
খেলবে দুজন,
মুলতান মাঠের
সুলতান হয়ে,
দৃপ্ত সহবাগ !

খেপা বাউলের সুরে
দুজনে
নাচবে  তা  ধিন  ধিন !
হই হই করে
রম রম করে
কাটবে সুখের দিন !

নিন্দুক ১ ও  নিন্দুক ২  এর  পলায়ন
স্বর্গ  থেকে  নব দম্পতির ওপর পুষ্প বৃষ্টি !

সমাপ্ত ||

--

কৃপা দা

পুনশ্চ : পাঠকদের উদ্দেশ্যে বলছি । এই ছোট ভাইয়ের সামনে গুরু দ্বায়িত্ব । তার মন হালকা করার উদ্দেশ্যেই এই কৌতুক কাব্য নাটিকা । এই ধরনের লেখায় আমার আজই হাতে খড়ি । কাজেই ভুল ত্রুটি অনিবার্য ! নিজ গুণে ক্ষমা করে দেবেন । আসুন দ্বৈ-শুক্তির আনন্দময় পরিণয়ের জন্যে শুভেচ্ছা জানাই । 

No comments:

Post a Comment