Saturday 16 November 2013

শুভ জন্মদিন : উত্পল স্যার

আজ এই শুভদিনে,
তোমার জীবনে,
আজ তাজা ফুলের আঘ্রাণ,
গায়ে  মখমলের রাজবেশ, মাথায় শিরস্ত্রাণ ।
কিন্তু মনে কি পরে সেই দিনের কথা,
যখন একা একা বসে থাকতে সেই পার্কের বেঞ্চিতে ?
জীবন পুড়ত একে একে ঠোঁটের সিগারেটের মতো,
স্তুপিকৃত হত কত স্বপ্ন ?
ফিরে যেতে কি সাধ জাগে
সেই হারানো পথে ?
যেখানে কত কুঁড়ি ঝরে গেছিলো অচিরে ।
যেখানে কত ঝরা পাতার
মর্মর ধ্বনি কেঁদে কেঁদে বাজতো কর্ণ কূহরে ?
সেখানে ফিরে গিয়ে দেখো,
কত আধ-খাওয়া সিগারেটের মুখে আগুন বেঁচে আছে ,
কত না জেগে ওঠা স্বপনে ফাগুন বেঁচে আছে ।

কুড়িয়ে নিও সেই কলি
ভরিয়ে নিও সাজি,
পরে নিও সেই মালা গলে,
সকল সাধের পূর্ণতা আসুক তোমার আঁচলে ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার ।


--
স্নেহাশীষপ্রার্থী ,
কৃপা

No comments:

Post a Comment