Tuesday 24 September 2013

অনুতাপ

সেই আধ খাওয়া সিগারেটের দিব্বি !
যা ঝরে পড়েছিল পোড়া ঠোঁট থেকে ।
তোমার মাতাল করা আতরের দিব্বি !
যা যোগাতো মৃত্যুর ইন্ধন ।
চাইনি তোমায় ব্যথা দিতে !
শুধু চেয়েছি তোমার সব জ্বালা শুষে নিতে !
কিন্তু
সেই অসহায় মুহুর্তে
আমার সেই বিষাক্ত ছোবলের মত কথা
যা তোমায় করেছিল নির্মম আঘাত !
যার ধাক্কায় আমরা ছিটকে পরেছিলাম
সহস্র সৌরজগত দূরে !
সেই বিষে আমার কলজে পুড়ে গেছে
ঝলসে গেছে পাঁজর !
রক্ত ঝরে ঝরে জমাট বেঁধে গেছে,
লাল ইমারত গড়েছি ভাঙ্গা স্বপ্নের !

কালো বিপ্লবের মত তোমার চুলের ধারা
যা ঝরে পরত আমার মুখে আষাড়ের বৃষ্টির মত ।
লেলিহান শিখার মত তোমার ঠোঁট
যা থেকে চুঁয়ে চুঁয়ে পরত হাজার পেয়ালার মাদকতা --
তার দিব্বি !
চাইনি তোমায় ব্যথা দিতে !
শুধু চেয়েছি তোমার সব জ্বালা শুষে নিতে !
কিন্তু এক লহমার ব্যভিচারে,
ঝরে গেছে ঠোঁটের সিগারেট,
সুখের মতো,
যে জলছে একা একা সেই বিকেলের ঘাসে ।
তুমি চলে গেছ Hamlin এর বাঁশির মত
নিয়ে গেছ সব আশা, সব বিশ্বাস ।
শুন্য করে বুকের পেয়ালাখানি !
Cerberus আমায় নিয়ে গেছে টেনে
নরকের যন্ত্রণা ঘরে !
ফুরিয়ে যাচ্ছি আমি,
তোমার আর না বাজা নূপুরের ছন্দে !
তোমার হারিয়ে যাওয়া আতরের গন্ধে ।।  

No comments:

Post a Comment