Saturday 21 September 2013

কি করে বোঝাবো তোমায়

কি করে বোঝাবো তোমায়
কি সুখে পুড়েছি আমি তোমার বিরহ জ্বালায় !
কি করে বোঝাবো তোমায় !

কি করে বোঝাবো তোমায়
কেন অছিলায় বারে বারে তোমার কাছে আসি
কি করে বলবো তোমায়
মনে মনে তোমায় কত ভালবাসি  ।

বারে বারে ভাবি
এবার যখন হবে দেখা তোমার সাথে ।
খুলে দেব মনের দুয়ার 
বলবো মনের সকল কথা ।
সযত্নে লালিত গোপন প্রেমের গাথা ।

কিন্তু যখনি দেখি তোমায়
ওই রূপ সর্বনাশী !
তোমার ওই নিঃশেষ করে দেওয়া হাসি ।
কথা হারিয়ে যায়
কে জানে কোথায় !
বলা হয়না,
শুধু দীর্ঘশ্বাস নিয়ে ফিরে আসি ।


ভয় হয়,
যদি এই নিবেদন
না কর গ্রহণ
যদি নির্মম ছলে
ভেঙ্গে যায় স্বপন !
তাই
আপন সুখে জ্বলি ।
যেমন জ্বলে পতঙ্গ
পোড়ে তার ডানা
এক এক করে ।
তেমন জ্বলি আমি
তোমার বিরহে ।
জ্বলে আগুন সর্বগ্রাসী !



যদি কখনো জানতে পারো
এই গোপন  মনের কথা
এই একলা প্রিয়ের গভীর মর্ম ব্যথা ;
যদি আপন না করতে পার মোরে
দু ফোঁটা অশ্রু জল
ফেলো আমার সমাধি 'পরে
সার্থক হবে তোমায় ভালবাসা ।
তৃপ্ত হবে কত অতৃপ্ত আশা ।।

No comments:

Post a Comment