Saturday, 28 December 2013

ফেলে আসা শুভ জন্মদিন : শুভ্রদা

সেই অশ্রু ভেজা রাতে
যখন সব স্বপ্ন পড়েছিল ঝরে,
নীড় ভাঙ্গা ঝড়ে ;
তখন কি ভেবেছিলে
হারিয়ে যাবো আমি বাঁধনছাড়া পথে?
এ জীবন আমার নয়,
এ ভুবন আমার নয়,
হে বিধাতা,
কত দুখ লিখেছিলে তুমি
আমার ললাট-খাতে ! 

কত পার ভাঙ্গে কত পার গড়ে,
জীবন বয়ে যায় আপন স্রোতে কালের গভীরে ।

এখনো কচি পাতার গায়ে বসন্ত খেলা করে,
ফুলের পাপড়িতে ভোরের শিশির খেলা করে,
সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে
জীবন, আশা, ভালবাসা ; 
ওড়ার পথ খুঁজে পায় পথহারা পাখি,
পাড় খুঁজে পায় দিকভ্রান্ত নাবিক,
জীবনের বালুচরে ।

এখনো প্রানের আনন্দে গায় বাউল
বাজিয়ে একতারা,
জ্বলে টিমটিম করে চাঁদময় আকাশে,
ঝাঁক ঝাঁক তারা,
আজও নৌকার পথ দেখে নদীর দু-কুল,
আজও ফোটে শত শত সুরভিত মুকুল ।

এখনো পথ আছে বাকি,
পথের ধারে ফুল ফোটানো আছে বাকি,
সেই সুবাসে মাতাল হওয়া আছে বাকি,
এখনো কত না-জাগা স্বপন আছে গো বাকি,
এখনো জীবন আছে গো বাকি  ।

শুভ জন্মদিন ।

Thursday, 19 December 2013

A tale of two hearts

FIRE was held in Delhi this year. An aim of FIRE is to bring together research ideas on a common platform. However, we did not anticipate before that it could also bring young hearts together, ingite longing for each other. This winter FIRE infused cordial warmth between a boy from Kolkata, Anirban and a girl from Indore, Madhu. We reached the ISI guest house two days before FIRE. Anirban and two others reached next day morning. I went to the Reliance guest house that day and there Madhu was staying. However, she shifted to ISI guest house that very day. The two birds met for the first time at the dinner table. The ice was broken in no time. However things didn't start rolling smoothly at the beginning. I sat in front of Madhu at the dinner table. Anirban sat farther away. However it didn't stop him from offering daal to Madhu. After the first bit, Anirban was keen at pouring more. It seemed to irk Madhu a bit. She said with a grim face, "That's it! I want no more!". Anirban was perplexed at the sudden refusal. I softly scolded him and told him aside, "Not so fast man! Don't offer so much at the beginning!" Anirban broke into flurry of crazy thoughts and started to have his own dinner. But I didn't realise then that true chemistry could be build on an apparent refusal. The ice was broken, melted and was lukewarm already. That night Anirban has already begun mentioning Madhu to us. Madhu, on the other hand, passed the message to Komal who would be her room partner from the next day that she has met someone interesting.


FIRE day 1 :

FIRE was started in the new seminar room, IIC, Delhi. But the warmth of it invaded the people outside too. Anirban and Madhu were finally getting into sweet terms. The first signs were visible when I saw them infont of the FIRE banner outside where Anirban was elaborating his artifact to Madhu with ethereal warmth and care. They were seen at different places at different points of time. Each time I had to come out, I hardly saw tham apart. Just to evade the eye-sore, they would attend talks and be a part of important administrative roles. But, the natural bonding could miss no eye. Next time, they were sitting near the registration desk with endearing smiles and occasionally sparkled with unstained mirth. As the day passed, they gradually moved to the balcony. Eventually, they were basking in the warm winter sun which was beaming with molten gold. The birds kept chirping away with endless fervour as if they have met again after millions of years. The day passed by in delicious conversations. Everyone enjoyed the scene and was overwhelmed by the unflappable demeanour of the couple. Finally, it was evening. FIRE was done for the day. We proceeded to the illuminated Rose Garden for the banquet. Rose Garden! What a fitting place for budding emotions to blossom. At the banquet, I asked Madhu the meaning of her name. Her full first name was Madhulika. She said that it was "nectar". It instantly caught Anirban's fascination. He brimmed with juvenile ecstacy and crooned "Shoo Shweet name!". We controlled our laughter. Rest of the time, Anirban continued to explain different colours of Bengali culture to Madhu and she soaked in everything earnestly.

We went back to ISI GH. Anirban joined us in my room. The whose ISI team was there. Anirban was all praise for Madhu. The mere mention of her name brought a spark on his face. He would shrug his shoulders and say in uncharacteristic accented english, "Well! Shhee ishh niceee you see!....". Many more rosy words followed. We had no doubts in our mind that Madhu has had a deep impact on this kid! He added that "Shee gave me her nummberr youu know!" The grotesque mannerisms made it evident that this bee from Kolkata already cultivated a stong liking for the enchanting nectar from Madhya Pradesh. Sankar da said, "Wouldn't you make an sms - Good Night, sweet dreams...??" It brought happiness to Anirban's face. But he made a show of utter retuctance. But, the feeble resistance subsided soon. We all added fuel to the burning fire. Anirban blushed like a newly wed bride and sent the sms "Gd nt :-)". We all were waiting in anticipation. Anirban's mobile phone chanted a tune. It was the sms tone. We all crowded over his phone. It was Madhu! She has replied "Gd nt :-)". Anirban was elated. But the next moment he was dissappointed. He said, "The same message! She could have said something else!" Sankar da remarked "What else? I love you?" Aniran grew sulky and murmured in his latest style "C'mon! Shheee is jusst a friiiendd!..We jusst met!" We assured it was just the beginning!

FIRE day 2 : 

Similar scenes could be seen during FIRE session. However, it no longer caught attention. Everyone got used to it. Anirban and Madhu chatting and smiling was as natural as the winter chill. FIRE was done for the day. All of us went to the Connaught Place for some marketing. But me and few others had to leave for the Reliance guest house to accompany the foreign guests at the dinner. Sankar da and Ayan da judiciously left the couple alone and spent the evening under a neem tree. Komal was initially accompanying the couple. But, enlightment dawned on her as she joined the boys of DAIICT. This cleared the playground for Anirban and Madhu. The had a sweet evening loitering in the company of each other at CP. Finally, the voyage culminated at the Cafe Coffee Day where countless touching moments passed by.

FIRE day 3 : 

FIRE finally ended. We had a thoroughly joyous photo session. In the evening, we went to Palika Bazar. I accompanied the couple. Anirban wanted to buy shawls for his parents and other relatives. We went into a shop where we were flooded with fabrics of multiple gorgeous shades. Anirban was confused. He desparately looked for our opinions. I chose one. Then Madhu chose a diferent one. Anirban quickly agreed with Madhu and decided to buy that very shawl! It amused me. Madhu seemed amused too. Next, Mandar sir called us over the phone and informed that we should to going Karim's restaurant immediately. We took down the address and hired an auto. On the way, Ani invited Madhu to Kolkata. Madhu blushed and agreed to go. No wonder why she was so keen on acclimatizing to Bengali culture during the banquet. We reached Karim. As a natural pass of events, Anirban and Madhu sat together. I was marooned to the other end of the table. After I had completed my dinner, I joined them. Madhu seemed to be happy seeing me and offered me phirni. I obliged her. She complained that she was feeling bored as Anirban and the two other of her neighbours at the table  - Ayanda and Doi, were babbling in Bengali. I had a casual chat with her about her choice of movies. This stole the colour of Anirban's face. He gradually grew serious and sulky. Frowns had set in. He complained to Doi in Bengali with kiddish possesiveness, "See! Kripa da came and took Madhu! This is not fair!!!"

Next day : 

It was a carefree and lazy day. FIRE had finished on the previous day. We were in a nonchalant mood. We eventually got ready when Prasenjit da called us and asked us to join the DAIICT team, which had gone out earlier. Anirban thought it was the day to have a blast! He sported a pin-up boy look with dark glasses, trendy clothes and an air of a dandy. He looked like a living mannequin strolling in Tinseltown gait. No points for guessing whom he was looking to impress! But there was a serious miscommunication with the other team. We roamed pointlessly. The two hearts could not meet for long despite glimmers of hope. They were at tenterhooks. I wonder what they were going through. This took away the glitz from Anirban's face. He drooped like a winter flower. It was like a sunflower in a cloudy day! All the preface of the romantic novel was going in vain. With much ado, the two teams could meet. So did the couple. Sunshine returned to the couple's face! Anirban blossomed with new found rejuvenation. The birds tweeted again.

But the teams had to separate again. They went to have a lunch. We have had a lunch already. In the meanwhile we went for marketing at the CP. Anirban - detached from Madhu was wailing inside. Sankar da went for a shopping in a kids' wear shop. Doi was busy eyeing lovely ladies around. The place was thronged by teenybopers, to our delight. I suddenly saw a gift shop across the road! Giggles. Sankar da came out of the shop with a beautiful white dress for his 2 year old niece. We started to convince Anirban that tomorrow we are going back. Madhu and he will be parting ways. Its the right time to give her a parting gift - a token for the wonderful moments they had for the last few days. Anirban was reluctant initially. But, little persuation did the job. We went into the gift shop. There was a plethora of gifts inside. Showpieces, candles, purses .. I picked up a coffee mug. Inscribed on it was a bubbly red heart with an exciting tag "Love knows no bounds...". Ani got restless with his new-gained mannerisms and whined, "Noooo! ...Shhee isss juuust a frieeend!..." We consoled him and picked up another mug with the words, "My dear sister". I asked, "What about this?" Anirban went up with staunch resistance. We all could not control our amusements. We waded through a spate of alternatives. There were many delighful gifts. But in each of them, Anirban could attach unusual romantic overtones. Finally, Anirban decided that he would gift her a chocolate. He said, "Its safe". I was about to explain to him the biological benefits of chocolate and the implications of offering it to a girl. But, I dismissed the idea. We all agreed to the proposal. He bought a Cadbury Silk bar. Now Doi opined, "Well you see Ani, you should also gift something non-consumable, something else..Something that would remind her of you..". Sankar da said, "What about a card?" Anirban strongly resisted the idea initially. But, he finally agreed. We went to the cards section. He was confused again. Finally, Sankar da chose a card which, we all thought, was for the couples who were "just friends". Anirban bought it. Ani was bubbling with joy and yet donned a fake grumble, "I haven't given these to a girl before". I said, "There is always a first time buddy!"


The teams met again at Palika Bazar. We all sat on benches in the adjacent lawn. Komal was chatting with Prasenjit da. I joined the conversation. Doi was chatting with Sankar da. Parth, Nitin and other guys were in happy-go-lucky mood. Quietly, the couple has separated and sat on a bench little far away. Madhu had bought a talking doll. They toyed with it in their blithe chats. 

It was dinner time. We were divided between two options - Dominios and Kebab Express. Sankar da and me opted for the second. All the DAIICTians and Doi went for the other option. Ani stangely joined us. Madhu looked vividly disconcerted. But yet she went with her institute mates. But, we had no idea how this short detachment would be compensated heavily.


We went back to ISI GH. I was busy packing my bags as we were slated to leave on the day after. Komal quietly came down and asked Doi if anyone wished to go for a night stroll with Madhu. There was a naughtly smile on Komal's face. Doi instantly got the message and communicated it to the right person. Anirban was peevish momentarily. He put on his usual superficial shell of reluctance within which hid the burning zeal. Komal got the reply and went back in amusement.

Ayanda was standing just outside our room taking on the phone. From that point, Anirban's room was visible. Madhu quietly came down the steps and caught the attention of Ayanda. Caught red handed! She was flummoxed and quickly retreated. She went up the steps again to a point where Ayan da could not see her. Restless moments passed by. She had collected herself. She came down again. And met Ayan da again! He was still on the phone. She initially made an attempt to go to Parth's room where a few others were having an adda. Parth's room was just beside mine. But she changed her mind. She changed direction and finally headed towards her original destination - Anirban's room. In a while, the couple went out leaving us bemused. There was very chilly outside. So after a short stroll they went to Anirban's room. Doi was about to go to sleep. Anirban took a break and began preparing coffee. In the meantime, Madhu started a friendly chat with Doi. This flabbergasted Anirban and clear signs of vexation was writ large on his face. So, he took out Madhu again. They chatted with relentless ardour in extreme winter cold of Delhi. The rest of the world was in deep slumber. Only the silence of the night bore a testimony to the enchanting duet.



The final day : 

It was morning. We learned that the midnight saga went on till 4 am in the morning! The ISIians made a plan to visit Rashtrapari Bhavan. Doi had exercised his connections and arranged for a permission to go inside the Rastrapati Bhavan. It would be a memorable experience, no doubt! But, there was a chapter left in the story. We inquired if Anirban has given the gifts to Madhu. We had threatened him that we will not take him back with us if he didn't give the gift to her. We were in a hurry because we had to come back and catch the train. Anirban was caught in two minds. On one had, these were the last hours after which he could not see Madhu. On the other hand, he did not want to disappoint his partners from Kolkata. We suggested him to stay back while the others can go to the residence of our President. But he insisted on going with us. He hasn't given the gift yet! He might not get another chance in case we come back at the nick of time. So, I suggested a scheme. I asked Doi, Ayanda and Sankar da to go. I would take Anirban with me shortly afterwards. They agreed on the proposal and left. Then I turned to our lover-boy. I said,"Look this is the moment! Just do it!" Anirban turned pale with tension. He stood there for a while and rushed to his room. He came back soon with the gifts. He showed me the inside of the card. He had written on it, "From a friend from Kolkata". He asked nervously, "Is it okay?" I smiled and lauded him saying, "Fantastic! Now go!" He fumbled a bit and stammered,"I ...I..haven't given a card to a girl before!...W..What if she gets angry? And refuse?..." I scolded him softly and remarked, "My God! Just go! It will be fine..Believe me!" He finally started to move and started to climb the steps in jittery treads. His last words also had sown seeds of uneasiness in me - "What if she gets angry? And refuse?" A tension gripped me as well. True! What if she misunderstood the unstained friendship as undue advances? The sweetness would turn bitter in a moment! Our room was at the ground floor. I stood right in front of my room. Madhu's room was on the 2nd floor. Room no 14. It could be seen from the lawn in front. I went down to the lawn and looked up in diffidence. I could see Anirban knocking on the door. 14 was written on the door. The door opened! My heart started to thud restlessly. Anirban went inside. Moments passed. No! There is no sign of violence! Its not an outright rejection! I casted a big sigh of relief! I went back to my room feeling pleased for the couple. Time was ticking by. The couple was weaving delicate fabrics of the last heart-warming moments. The threads of attachment were woven - which would keep the two hearts together even at a distance. We have to leave for Rashtrapati Bhavan. What do I do? Call Ani? No! Bad idea. I quietly went out to the lawn. I looked up. The door was still open. Suddenly, Anirban came out to the balcony and said, "Are we getting late?" The was a divine radiance on his face. It bore the message of pleasant success and accomplishment! I thought its cruel to stem the emotions right now! Those two should have together stayed for eternity. But I didn't have a choice. The first team will be waiting for us. I said with a smile, "5 more minutes". Ani's face lit up even more and with a positive nod he danced into the room! More times passed by. God forgive me for my sins! I should have not restricted them like this! Eventually, my contemplation was brought to an end. Anirban came back. There was a spring in his steps! The euphoria of a child who has just earned his first lollypop emanated from his face! He joyously said, "Done!..And she gave a gift as well!..." He showed me. It was the same toy with which they were playing last evening in Palika Bazar!

Anirban and me then got an auto and set our for Rashtrapati Bhavan. Anirban looked fresh and relieved. I said, "I told you, she would like it?" He smiled quietly. He looked like a meadow bathed in the first monsoon rains.

The Rashtrapati Bhavan was an awesome piece of art and architecture. We came back on time. We did our lunch and was ready to go with our luggages. We said a goodbye to the DAIICT team. Anirban said goodbye to Madhu. We came back. Anirban accompanied us with a heavy heart.

But the story continues......Madhu is fast learning Bengali through distance learning....

So, friends! Lets pray to the Almighty for the success and prosperity of the couple. Let the buds of dearness blossom into a a glorious future. O Lord! Please bestow your divine grace on the couple! Amen!

Your Childness

This piece comprises of some happy moments with a childish and yet intriguing girl. I present to you a garland of such episodes that has given me immense pleasure and amusement.


The Angel with the Pasta

The first drops of tenderness came from the Pasta, the live saving elixir to our hungry souls. It was rush hour on the morning of the first day of FIRE. The people who stayed at ISI guest house haven't had a chance to have their breakfast. She came directly from home and had cooked Pasta for all of us. She is such an angel ! My heart bubbled with gratitude at this incarnation of devi Annapurna.

The nervous presentation

Then came the trembling presentation! I was supposed to trim the speakers to their stipulated duration. I had to remind them about the amount of time left during the last 5 mins. But as the shivering frame crept to the podium, I could see the nerve on her face. So, I decided not to intimidate her with my usual reminders. Instead, I wondered at the delectable shudders on her face. She was timid, fragile as a little deer, scared to lift her eyes to the audience. But it was a good talk - short and sweet. I disallowed questions from the audience, due to shortage of time. It seemed to relieve the nervous speaker.

The Steering committee meeting

The most memorable moment was yet to come. The steering committee meeting was about to start. Mandar sir was looking for her as the sole representative of  the track. We heard that she had left. Parth was asked to call her. In a while, Parth called me out of the seminar room. Parth handed over the phone to me with the remark - "She doesn't believe that there is a meeting ! Can you convince her?" I was astonished ! Why on earth would she not believe? She was on the line. I tried to ensure her that there was a meeting in place and she should be coming back immediately. But to my utter disbelief she answered, "No, I don't believe it! You are with Parth bhaiya and playing tricks with me!!" I was infuriated! A little girl calling me a liar! And she didn't even know me! I handed back the phone to Parth and exasperated as I was, went back to the seminar room. I reported to Mandar sir, there is some problem; I don't know if she was coming back! Parth had also come back. Mandar sir insisted that she must come and was bemused by the whole incident. Eventually, she came back! I learned later on that she was finally convinced by Nitin. I looked at her with spite! But not for long. Her looks told a sorry tale. She looked shell-shocked ! She quietly sat on a chair. She looked at me timidly. She was blushing like a bride. She had a feeble smile on her face. She looked like a child caught by her mother doing mischief and trying to vouch for her innocence. All my anger instantly melted into amusement and pity. I smiled back at her softly.
The meeting was over. Then it was time to gherao the girl. She was a piece of embarrassment apologizing to everyone. She helplessly recounted to me how she was duped several times by the notorious bunch of DAIICTians. I took pity on her. Poor baby! So I decided to protect her from further embarrassment. She had the notion that she had talked with Mandar sir over the phone and disbelieved him! That part was impersonated by Anirban! She was about to apologize to sir. I unwrapped the truth. She looked relieved a lot. Her docile looks said it all.

Banquet

Next I saw her in urchin spirit making horns with her hands around the heads of people during photo sessions. I was taken aback by her radicaI change in mood in such short time. I was also a victim of her childish pranks! Then she was visible in the banquet flaunting a little stick. Although I acted as if I was scared, I knew she could hurt none. It looked like a toy and a baby with it! Then came the silly moment for me! I asked her "Are you staying with me tonight?" The was an instant naughty spark in Anirban, Madhu and a few others. I quickly amended,  "Are you staying with Madhu tonight?" Fortunately, she didn't observe the nuances of the questions! She caught the latest version only. She said she would. But it made me the butt of jokes among my colleagues for the night!

Morning Rose

Next morning I had to rush up the inmates for FIRE. I had knocked at every door before. Madhu had responded earlier. It was the second time, as we were getting behind the schedule. I knocked at their door. She came out dressed all in red. She looked like a just-blossomed rose, drenched in morning dew, reluctant to see the sun! The lips were living rose petals as she talked restlessly. The eyes looked enchanting in the kajal. How dark are these? Like a new moon night? How deep are these eyes? Those dreamy looks were so captivating. I could have waited there for eternity! They were affluent with the utter reluctance of a child to get out of the bed in a cozy winter morning! I had to be a sinner ! May be I was! But I had no choice!


Participants' speech

As the first session was about to begin, she came running and in her characteristic haste informed about the number of participants present. She made an exaggeration of a simple point with her kiddish gesticulations. I wanted but didn't have the time to pull her leg.

Mughal University


The next blockbuster was about to come. Madhu and she were talking to Paulo, one of our foreign speakers, about the Taj Mahal trip. I was passing by. They called me and inquired if I had any knowledge of this. I began to describe the evens and odds of the journey. In the meantime, she began to trace the roots of the mausoleum of love. She said, "It was built by the Mughal University". She quickly corrected - "No...No..It's the Mughal Dynasty...What am I taking??" But the damage was done already! All us were amused. The news spread like wild-fire! Everyone was so excited as it was another golden opportunity to tease her. An opportunity dished out by herself! I was the first one to react. I asked, "So, who is the last PHD of the Mughal University?" Everyone broke into peals of laughter. So, did she. But she realized that there was no escape route and gave a smart answer "Aurangzeb I guess?" It amused us even more! The tease session took over and it was fun all the way!

Birthday Celebration
We had a special occasion that night. It was my sister's birthday. My sister was in Kolkata. It was Nitin's idea to celebrate and give her a surprise. Anirban had brought a cake. I invited the whole FIRE group staying in ISI guest house to my room. Plus there was Sourish da. There were about 18 people! Just after 12 midnight, I called my sister over the phone. As she received it, I put the phone to the loudspeaker and the whole team sang "HAPPY BIRTHDAY TO YOU...HAPPY BIRTHDAY TO YOU..HAPPY BIRTHDAY TO YOU DEAR SRIRUPA..HAPPY BIRTHDAY TO YOU !!!" Srirupa is my sister. Everyone wished her. She surely had the one of her best gifts on her birthday! Next the cake was cut by me. Parth put some of it on my face. There were some more fearsome plans, but I resisted them successfully. Everyone had the cake.

Sourish da vs She

Followed next, yet another tease session. It was initiated and conducted by our special guest - Sourish da. It was about why she had chosen Sourish da's course. She was asked to say the reason in public. The reason was that, she felt that Sourish da was soooo cuuute! She blushed and made nervous attempts to defend herself. She accused Sourish da that it was private and he should have respected the privacy. But, no one would pay heed to her pleadings. The baby in her stole the scene. It was sulky and close to weeping. Everyone was enjoying the scene. Parth and others added fuel to it. Finally she was let go.
Next we played dumb-charade for sometime. It was lots of fun! All of them finally left as I insisted that we need to wake up next morning early. She looked disappointed and left with a bleak "thank you" for the cake.

Certificate delivery


This was the last day of FIRE. I left earlier. The rest followed in the other car. Ofcourse, the lazybones were in the other car! For obvious reasons, she was in the next car! After the first session she created a silly scene again. It was about the certificates to be given away. She babbled, "How should I give these to the participants? Should I ask all of them to come to me? Or should I give it to each one individually? Or...." I stopped her. I said, "I am announcing that anyone one interested should come to the registration desk, Ok?" I added looking straight at her eyes "Happy?" I giggled. An innocent grin sparkled on her face. Later on, as I came out of the seminar room I found that she was loitering around and chatting gibberish! Madhu asked me to scold her playfully. I had similar ideas too! I needed no second invitation to tease her. I softly scolded her and said, "What are you doing here? You were supposed to be with the certificates!" She was caught off balance a bit. But she recovered quickly. She remarked sharply, "Look Madhu and Anirban are doing things so efficiently, I thought I am not needed" I answered, "But you are the most efficient one. No one can do it better" I smiled gleefully. She caught the naughtiness in my eyes. She smiled back mellifluously and said, "Really?" I winked and went inside the seminar room leaving her in smiles.
End of FIRE

FIRE has ended successfully. There was a photo session at the end. Plenty of group photos were taken. She shone with soft radiance in the photos.

Late night I went to their room enquiring about their next day's plans. She remarked with her distinctive animated ways about how Aksar Dham was beeeutifuuul !!! I really got the feeling that missing that place would mean one is deprived of Nirvana!
Day After FIRE

Day after FIRE. It was a lazy day. We went out loitering. She had gone to Chandni Chowk with the DAIICT group. The ISI group, Prasenjit da and Sourish da  were in Palika Bazar in the evening and did some shopping . We met her at the afternoon. She fed me with a kiddish abuse! That how the hell I missed the parathas at Paranthe Wali Gali! They tasted aweeeeeesoooomeee ! I could see the divine ecstasy on her face. It was like a child who had tasted the most delicious food in the world! I cursed myself! I wished I had been with her! Those expressions of taste would have been more delicious than the parathas!
Finally, we went into the metro. Delhi metro was special, much better than that in Kolkata. I saw her standing in the ticket queue. I asked her if she were buying your own ticket only. She retorted, "Do you think I am so selfish?" I was dumbfounded. I didn't mean to hurt her! Smile returned to her face. She was teasing me back! You little prankster! I smiled as well.
We went near the terminal. She bought all the tickets. The DAIICTians were in a craze of learning Bengali. The had asked me at the Palika Bazar how to say a woman "You are beautiful" I answered them. But now I thought of a different way of addressing the situation. I told her, "You may say the lady, can you see the moon? It's behind the clouds! You know why? Because its ashamed of you!" It seemed to impress her. She asked, "Have you tried this on anyone?" I said "No". She answered in her usual dynamics, "The first thing you must do when you return Kolkata is to look for a gorgeous lady and say these words to her!" I asked, "What kind of a lady is suitable for me, you think?" She looked confused looked up inquisitively and answered, "Mmmm..I don't know!..A Bengali" I answered, "Not necessarily" She answered with astonishment, "Really?..Ok someone who can cook non-veg?" I answered smilingly, "Not necessarily. I an not a big fan of non-veg" She got more and more perplexed, "Seriously??..Well then someone who is intellectually rich?..As you are doing PHD you see.." I smiled even more and answered, "Not necessarily. Anyone simple would do.." This really stole the words from her lips. The metro had arrived. We all went into the metro. She was chatting constantly in the metro. In the middle, she gracefully thanked me because I disallowed questions after her talk, due to lack of time. I acknowledged it gleefully.
We came out of the metro and took autos. We reached the guest house. She went in a different auto. That reached before us. I came out of my auto. I could see her far away, chatting with relentless fervour. I wanted to talk with her more. She went into the guest house and disappeared somewhere! She did not wait. May be she did not care! I did not know if I could see her again. She had told that she would leave the next day very early!

Sayonara

It was the last morning in Delhi. She was supposed to leave soon. The cruel thought that I will never see her again ailed me. If she had left without saying a goodbye, I would have never forgiven her ! But, that didn't happen. She came. She gently said a goodbye and thanked for the support. She left quietly. It left a gaping vacuum in me. In the last few days she had captivated my fascination to an unfathomable depth. The baby spirit emanating from the young lady was etched in my heart for the rest of my life. It would haunt my solitude for times to come. It would smile with me in my happiness and caress me in my troubled times. Perhaps the child in me longed for her childness in an eternal kindergarten. It was the effervescent baby in her that would take me away from the cruel world to a fairy-land bereft of worries and pain. I pray that the tenderness and innocence survive for ever. Let the divine child smile in her for ever.

यारी

तेरा रूठने कि अदा है बरी प्यारी,
इसी अदा पे है हाज़िर जान हमारी,
चंदा जैसे मुखरे पे हँसी तेरी निराली,
ऐसे ही खिलती रहे खट्टी मीठी तेरी मेरी यारी ।

বিরহ : (২)

টুকরো মায়া,
আবছা ছায়া,
এলো মেলো অবচেতন ।
অনুরনন,
প্রতি ক্ষণ,
আধ জাগা তনু মন ।

আসেনা ঘুম,
নিঃঝুম
রাতে জ্বলে জোনাকির ঝিলমিল,
আকাশের ঘন নীল,
ঝলমল মতিঝিল ।

ভাসে তার মুখ,
চাঁদমাখা চিবুক,
লাজুক
হিয়ার রাত-পরী ।
টিকটিক টিকটিক বলে যায় হৃদ্ঘরি ।
জ্বলে অন্ধ মনে বেলোয়ারি ।

স্বপন জমে চাপ চাপ
হয়েছে কাজল,
ঝরে অশ্রু নিষ্ফল,
শ্রাবণ-ঘেরা আঁচল ।

কাটেনা রাত,
আঁধার জমাট,
উষার সন্ধিক্ষণ ।
একা মন,
গোণে ক্ষণ,
তোমার আসার তোরণ
পানে চেয়ে ।।

বিরহ : (১)

মরেছ যার তরে মরমে মরমে,
দু হাতে মুখ ঢেকেছ শরমে শরমে,
সেও জ্বলে একা একা
সুদুর বিলাতে,
উন্মুখ অস্থির
তোমার নয়নে নয়ন মেলাতে ।

যার নামে জপেছ মালা,
যার স্মৃতি-ডোরে খেলেছ মায়ার খেলা,
আসবে সে আলোর রথে চড়ে,
নিয়ে প্রণয় কুসুম দু হাত ভরে ।

তুমি করে নীয় শৃঙ্গার,
গলায় পরো রত্নহার,
আনন্দ উত্সবে হবে তোমাদের মিলন বাসর ।

Friday, 13 December 2013

বিদায় সৌরীশ দা

হে সুদূরের পথযাত্রী !
কত স্বপ্ন, কত অঙ্গীকার ফেলে,
আমাদের ছেড়ে তুমি গেছো চলে !
ফেলে গেছো খেলাঘর,
ফেলে গেছো ক্রীড়াঙ্গন ;
তবে, যখন আসবে আবার ফিরে,
বাঁধবো তোমায় বাহুডোরে,
করবো আলিঙ্গন ।
মনের দুয়ার খুলে রেখে,
অভ্যর্থনার মালা হাতে,
করবো তোমার অপেক্ষা,
আবার ফিরে এসো তুমি,
হবে আবার মন খুলে মনের কথা ।    

Wednesday, 11 December 2013

খুঁজে কি পেয়েছ তাকে?

খুঁজে কি পেয়েছ তাকে?
যার স্বপ্ন জেগে রয় তোমার নয়ন পাতে ?
যার সাথে চলো পথ জীবন সৈকতে ?

খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নিরালায় বলেছ গোপন প্রেমের কথা,
হাতে হাত রেখে রচেছ প্রণয় গাথা ।

খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নয়নে নয়ন বেঁধে
পার হও কুঞ্জবন,
রজনীগন্ধার মাতাল আবেশে
এক হবে দুটি মন
সিন্দুর ঝরা রাতে ।

Monday, 9 December 2013

मेहबूबा

अए ख़ुदा --
आईसी एक हसीना मिला दे मुझे,
जिसे देख के कलियों का धडक़ने रुक जाये,
जिसके कदमो में ये कायनात झुक जाये ।
उसके लिये चाँद तारे तोड़ लायुं,
बीते हुये सुनहरे लमहा मोड़ लायुं,
अए ख़ुदा,
अगर वो रज़ा का पेह्गाम छोड़ जाये ।


ভোর

মাতাল ভোরে,
ফিরদৌসের মায়া,
আধ ভাঙ্গা স্বপ্নের ছায়া,
চোখের পাতায় মাখামাখি
আলো  আঁধারের আবছায়া ।

বেহিসাবী

শিশির স্নাত সকালে
যখন তুমি দাঁড়ালে দুয়ার খুলে,
তোমার ঠোঁটে ফুটেছিল লাল গোলাপ,
চোখে সর্বনেশে মায়া,
চুল বেয়ে নেমে এসেছিল অমানিশা ;
খুলে দিয়েছি মনের সিংহ-দুয়ার,
গানের কলিতে সাজিয়েছি বীথি,
শুধু তুমি আসবে বলে !

তোমার ওই মাতাল করা বেহিসাবী শৈশব,
যা খেলা করে তোমার যৌবনে,
যা আদর পেতে চায়,
যা মিথ্যে অভিমানে কুঁকড়ে গিয়ে
মেলে ধরতে চায় নিজেকে
প্রশ্রয় পেয়ে বার বার ;
তাকে যত্ন করে সাজিয়ে রাখতে চাই
হৃদয়ের কুঞ্জবনে ।

 

Thursday, 28 November 2013

বিদায়বেলা

এই চেনা গলি, চেনা রাজপথ ছেড়ে,
প্রিয়ার সাথে পাড়ি দেবো দূরে ।
মায়ের স্নেহের কোল খানি ফেলে,
যাবো আমি অনেক দূরে চলে ।
মা যদি চোখের জল ফেলে
যদি শুধায়, "ওরে আবার কবে আসবি তুই ফিরে ?"
মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলবো --
"কাঁদছ কেন মাগো ?
যাচ্ছি বুঝি চিরতরে চলে ?
যখন আমায় দেখতে ইচ্ছে হবে,
ডাক দিও আমায় মা বলে,
ছুটতে ছুটতে আসব আমি চলে !
কোলে নিয়ে আদর কোরো যত খুশি ।
মাথা রেখে মায়ের বুকে,
বলবো, "তোমার জামাই আমায় রাখবে খুব সুখে ।"

আর আমার ছোট্ট ভাইটি
তার তো কথা ফোটেনি !
তবু তার নির্মল, নিষ্পাপ চোখে
যেন লেখা আছে কত কথা --
"আমায় এমনি করে ফেলে,
কেন দিদি তুমি যাবে চলে ?"  
তাকে আমি বুকে জড়িয়ে ধরে
কাঁদব আমি হৃদয় ভরে ।
তারপর বলব তাকে --
"দূর বোকা !
কোথায় যাচ্ছি আমি তোকে ছেড়ে ?
যাবো আমি তোকে নিয়ে বুকে করে !"

বাবু, তোমার শাসনে করেছি নিরবে কত অভিমান !
কিন্তু কি করে বোঝাব তোমায়
তোমার দেখানো পথেই চলেছি আজীবন,
রেখেছি তোমার মান ।
জানি ও তোমার রাগ নয়, স্নেহেরই আস্ফালন,
জানি তুমি আমার সব চেয়ে আপন ।
আশীর্বাদ করো,
যেন তোমারই আদর্শে  নিজেকে নিতে পারি গড়ে,
যখন যাবো চলে, দূরে বহু দূরে ।    

নিয়ে মা বাবার স্নেহের প্রলেপ মাথায় করে,
চলে যাবো সাত সমুদ্র তেরো নদী পাড়ে,
সোনার পক্ষিরাজে চড়ে,
ছেলেবেলার স্মৃতি-মোড়া অঙ্গন ছেড়ে, 
প্রিয়ার সাথে যাবো প্রণয় সফরে ।

পূর্বরাগ

আরও কত ক্ষণ পরে
আসবে সেদিন ?
যখন সে আমায় নেবে চিরতরে,
আপন প্রেম-ডোরে ?
কত কথা আছে জমা মনের গভীরে ।
সে কি হবে বলা ?
না তার নয়নের বালুচরে
মিশে যাবে ভাবের স্রোত ।
হারিয়ে যাবে ভাষা ?
হায় ! বলা কি হবে না,
কত দিন ধরে
তোমার জন্যে প্রেমের জলসাঘর সাজিয়ে বসে আছি ?
গেঁথেছি কত প্রতিক্ষার মালা,
তোমার বিরহে,
তোমায় পড়াবো বলে ।
 
হায় কবে আসবে সে মধুক্ষণ,
যখন প্রিয়ার সঙ্গে হবে মিলন !

Saturday, 23 November 2013

ক্ষতি কি?

এই পথ চলায়,
যদি পথ হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি নয়নের চোরা গলিতে,
কথা হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি দুই মন হারিয়ে যায়,
রঙ্গিন মায়ায়,
ক্ষতি কি ?

চলার পথে

সেই চলার পথে,
ফুটেছিল যত কথার মঞ্জরী তুলে নিও হাতে,
সুরের সুরভি খানি মেখে নিও নয়ন পাতে ।

সেই চলার পথে,
বসেছিলাম কিছুক্ষণ শান্তির সৈকতে,
আবার ঢেউ হয়ে মিশে গেছি জীবন স্রোতে ।

স্বপ্ন হয়ে আসবে ফিরে ফিরে, নিভৃতে, নির্জন মধু রাতে ,
স্বরণীয় স্মৃতি কথা যা হয়েছিল একসাথে;
একদিন সেই চলার পথে ।।

Monday, 18 November 2013

শচীন .....শচীন

শচীন .....শচীন !!
তুমি বিপক্ষের সন্ত্রাস,
দেশোবাসির  আশ,
যুগ যুগ ধরে বোলারদের করেছ নিদ্রাহীন ।

শচীন .....শচীন !!
সব বাধা হেলায় চুরমার করে গড়েছ নতুন নজির,
আপন আলোকে উজ্বল তুমি দিগ্বিজয়ী বীর,
ক্রিকেট জগতে থাকবে তুমি  অক্ষয়, অমলিন ।

শচীন .....শচীন !!
তুমি স্বপ্ন, তুমি বীর্য,
তুমি আনন্দ অন্তহীন ।
কত যুগ ধরে মুঠো মুঠো ভরে,
রেখে গেছ কত ঋণ ।

শচীন .....শচীন !!
তুমি আমাদের চোখের মণি,
আমাদের  ঘরের দুলাল,
তোমায় ঘিরে বেঁধেছি আমরা
মায়ার স্বপ্ন জাল ।
এই ভাবে বুঝি তোমায় আমরা
যেতে দেব ছেড়ে ?
সোহাগ ভরে রাখব ধরে
মোদের মনের ঘরে ।
তোমার স্মৃতি থাকবে মনে প্রজ্বল, চিরনবীন,
তুমি পুণ্য, তুমি পবিত্র, তুমি আমাদের শচীন ।।


শচীন .....শচীন !!

 --@--                   

পুনশ্চ :

আর যারা তোমায় করে হেও,
তোমার নামে কুত্সা ছড়ায়,
বোঝেনা তোমার মহীমা,
তাদের তুমি নিজগুণে করে দিও ক্ষমা ।
তারা মুর্খ, তারা তুচ্ছ, তারা নেহাতই অর্বাচীন !   

শচীন .....শচীন !! 

Saturday, 16 November 2013

শুভ জন্মদিন : উত্পল স্যার

আজ এই শুভদিনে,
তোমার জীবনে,
আজ তাজা ফুলের আঘ্রাণ,
গায়ে  মখমলের রাজবেশ, মাথায় শিরস্ত্রাণ ।
কিন্তু মনে কি পরে সেই দিনের কথা,
যখন একা একা বসে থাকতে সেই পার্কের বেঞ্চিতে ?
জীবন পুড়ত একে একে ঠোঁটের সিগারেটের মতো,
স্তুপিকৃত হত কত স্বপ্ন ?
ফিরে যেতে কি সাধ জাগে
সেই হারানো পথে ?
যেখানে কত কুঁড়ি ঝরে গেছিলো অচিরে ।
যেখানে কত ঝরা পাতার
মর্মর ধ্বনি কেঁদে কেঁদে বাজতো কর্ণ কূহরে ?
সেখানে ফিরে গিয়ে দেখো,
কত আধ-খাওয়া সিগারেটের মুখে আগুন বেঁচে আছে ,
কত না জেগে ওঠা স্বপনে ফাগুন বেঁচে আছে ।

কুড়িয়ে নিও সেই কলি
ভরিয়ে নিও সাজি,
পরে নিও সেই মালা গলে,
সকল সাধের পূর্ণতা আসুক তোমার আঁচলে ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার ।


--
স্নেহাশীষপ্রার্থী ,
কৃপা

শুভ জন্মদিন : শময়িতা দি

রিনি ঝিনি রিনি ঝিনি নূপুরেরো ছন্দে,
হৃদয় উঠিছে মেতে বকুলেরো গন্ধে ।

নীল গগনে মধুর বনসুরি বাজে,
মনের ময়ূর নাচে হৃদয়েরো মাঝে ।

কুলুকুলু  কুলুকুলু সুধাধারা বহে,
কিন্নর গান্ধর্বী আজি মহা গীতি গাহে ।

পড়ায়ে ফুল মালা তোমারো গলে,
নাচিছে পরীর দল ডানা দুই মেলে ।

গাহিছে সবাই মঙ্গল গীত শুধু তোমারি তরে,
জন্মদিনের শুভেচ্ছা লহ তুমি ডালি ভরে ।।

শুভ জন্মদিন |

Wednesday, 13 November 2013

एक और

गुल - ए - गुलज़ार हो तुम,
या हुस्न का त्यौहार हो ;
तेरा इन्कार हो या इकरार हो,
मेरे दिल में तेरा प्यार हो,
बेशुमार हो ।

Tuesday, 12 November 2013

हिंदी शायरी

(१ )
अँधेरे दिल में शमा जलाने कि आरज़ू अभी बाकी हैं,
इश्क़ में जलकर राख़ होने कि तमन्ना अभी बाकी हैं ।


(२)

कमल कि कलि हो या सुरीली नगमा हो तुम,
कायनात हो या दो जहान हो तुम ।
महफ़िल - ए - ज़िंदगी हो या कोई हसीन ख्वाब हो तुम,
अए हुस्न कि मलिका
लाजवाब हो तुम । ।


ছোট্ট চাঁদ


(১)

তোমার ওই ডাগর চোখের ডুব জলে,
হারিয়েছি মোর মনের ঠিকানা,
এত রূপে মজেছি যার,
তার নামটাই অজানা ।

(২)

ওরে আমার ফুল পরী,
করলি আমার মন চুরি,
মনে লাগে সুরসুড়ি,
কি করি আমি কি করি !

(৩)

তাকে বলা হলো না,
মনের দুয়ার থেকে মুখের চৌকাঠ পেরোনো হলো না ।
মনের গোপন কথা,
রয়ে গেলো মনের চার দুয়ারে,
দুয়ার খোলা হলো না ।
তাকে মনের কথা বলা হলো না ।।

Saturday, 9 November 2013

মায়াবিনী

যেমন চাঁদ লোকায় মেঘের কোলে
ভ্রমর লোকায় ফুলে,
তেমন তুমি লোকাও ওই চাঁদ মুখ গভীর কুন্তলে ।
যত খুঁজি তোমায় অজানার আড়ালে,
ততই যেন তলিয়ে যাই মিষ্টি মায়ার জালে !


Tuesday, 5 November 2013

পরী

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !

তুমি কোন সাগরের জল
কোন বাগানের কুঁড়ি ?
তোমায় ধরতে গেলে
হঠাত তুমি যাও কেন উড়ি ?

তুমি মানুষ নাকি কিন্নরী ?
নাকি স্বর্গের অপ্সরী ?
মিছেই কেন তোমার ত্বরে
আপন মনে পুড়ি ?

তুমি মায়াবিনী
মনোহরী !
কায়াহীন অশরীরী ?
চাও কি আমি এমনি করে
তোমার বিরহে মরি ?

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !



Sunday, 3 November 2013

মণির জন্মদিন

ওই দুই চোখের মায়া জালে
কত হৃদয় কত স্পন্দন গেছে চলে ।


------------------------------

ওই দু'নয়নের মর্মস্থলে,
কত স্বপন আছে জ্বলে ।
নৈরাশ্যের ডানায় চড়ে
কত সাধ যে গেছে ফিরে ।
আজ এই শুভদিনে,
শুভ কামনার গানে গানে ।
পূর্ণ হোক সব আশা,
নিও প্রানভরে মোদের আন্তরিক ভালবাসা ।

---------------------------------

এই মধুর হাসি যেন থাকে ফুটে সারাক্ষণ,
অনন্ত সুখের ধারায় পূর্ণ হোক তোমার জীবন ।

শুভ জন্মদিন : মোহনা (অগ্রিম )

কত নতুন স্বপ্ন এসে মিশেছে
এই জীবন মোহনা তীরে,
রূপ-সাগরে ভেসে যেও তুমি
সেই আপন করা সুরে ।

কুড়িয়ে নিও মুক্ত
মণি যা কিছু পাবে পথে,
মাঝে নিও বিশ্রাম
নির্জন সৈকতে ।

একদিন যখন মিলবে
সেই রত্ন দ্বীপ,
জ্বালিও এসে আবার
সেই তৃপ্ত হাসির প্রদীপ ।

ফিরে এসো আবার
মনের শান্তি নীড়ে,
কত স্বপ্ন মিশেছিল যেথায় ---
এই জীবন মোহনা তীরে । ।

শুভ জন্মদিন ।




Friday, 1 November 2013

শুভ জন্মদিন : প্রসেনজিত দা

আলোর রোশনাই এ উজ্বল হয়ে উঠুক তোমার জীবন ;
সকল গ্লানি, ব্যাথার স্মৃতি মুছে যাক,
ধুয়ে যাক হারানোর বেদনা ;
শুধু প্রাপ্তির অঙ্গীকারে এগিয়ে যেও আলোর মশাল হাতে ।
ঝরুক অবিরাম অনাবিল সুখ ও শান্তির মুক্ত ধারা ।

শুভ জন্মদিন ।।

Saturday, 26 October 2013

পরিণয়

কত বসন্ত পরে এসেছে সেই মধুক্ষণ,
যখন প্রিয়ের পরশে হবে প্রস্ফুটিত এ তনু এ মন ।

ফুটেছে পারিজাত, সেজেছে পরীর দল মিলন সুখে,
নাচছে কিন্নরী ফুলের রেনু মেখে ।
আজ মিলবে দুই মন পূর্ণ হয়ে জীবনের স্রোতে,
যেন মেলে নদী সাগরের বুকে ।

চোখে চোখ হাতে হাত
রূপকথা বোনে রাতের নিস্তব্ধতা ;
চার নয়ন বলে যায় কত সাধের কত গোপন কথা ।

রজনীগন্ধার আবেশে জেগে রয় বাসর প্রদীপ,
জাগে তারার জলসাঘর,
চাঁদের আলোয় ভেসে যায় পুষ্পবন,
হাসে সুখ, হাসে যৌবন । 

Friday, 25 October 2013

জন্মদিন : অনির্বান ( অগ্রিম )

আজ এই শুভদিনে
নয় আর নিষ্ফল frustration,
নয় অনাবিল অন্ধকারে abstract indirection ।
আসুক অসীম concentration,
তিমির প্রাচীর ভেঙ্গে এগিয়ে চলার দুর্দম determination ।
গতিময়তায় হোক সমৃদ্ধির অভিষেক,
আসুক প্রাসস্তি বিজয় রথে দুনির্বার গতিতে,
কর্মপ্লাবনে আসুক মেধার চমক,
হোক প্রচুর publication ।
এই শুভেচ্ছা নিয়ে করি তোমার  birthday celebration ।

জন্মদিনের প্রীতি ও ভালবাসা রইলো ।

Monday, 14 October 2013

বাঁধন

একি সুন্দর বাঁধনে বাঁধলে মোরে,
খুলতে গেলে আরো আপন করে জড়িয়ে ধরে, 
বাঁধতে গেলে বাজে মধুর সুরে ।

মনের বাঁধন
গভীর বাঁধন 
দুই হৃদয় 
দুই আশার মিলন 
নিরব চোখের ভাষার মিলন 
একাকার হয় দুই জীবন ।

একি  বাঁধনে বাঁধলে মোরে 
এত প্রেম ভরে, 
এত আপন করে ।।

শুভ বিজয়া

ঢাকের বোল,ধুনুচি নাচ, সিঁদুর খেলা,
আবার এলো সেই অশ্রুমাখা বিদায় বেলা ।

মা, একি তোর নির্মম লীলা ?
চার দিনের সুখের একি মায়ার খেলা ?

তবুও যাস যদি চলে ,
দেবো বিদায় প্রাণ ভরে ।

নয়ন পেতে রাখবো, 
সাজিয়ে রাখবো তোর আগমন পথ ফুলে ফুলে,
আপন করে নেব তোকে আবার বরণ ডালি করে,
আসবি যখন ফিরে,
আবার বছর ঘুরে, 
আমাদের এই ঘরে ।

বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা  ।

Saturday, 5 October 2013

শুভ জন্মদিন : দেবশ্রী

দেবশ্রী,
দেবতার অশিষে অম্লান থাকুক তোমার শ্রী,
অমলিন হয়ে ফুটে থাকুক তোমার মুখের হাসিটি ।
সুখের আনন্দধারায় ভরে উঠুক তোমার মন,
হাজার ফুলের সৌরভে বিকশিত হোক তোমার জীবন কানন ।।

জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

Sunday, 29 September 2013

কেন চলে গেলে ?

কেন তুমি এলে ?
যদি বা এলে
এমন তুষের আগুন জ্বেলে
কেন চলে গেলে ?

আমার পেয়ালা ছিল খালি,
ভেবেছিলাম
সারা জীবন কাটাবো অদৃশ্য মদিরা পিয়ে,
কিন্তু
তুমি এক ফোঁটা সোমরস ঢেলে,
চির তৃষ্ণার্ত করে,
কেন চলে গেলে ?


আমার একাকিত্য ভরিয়ে দিয়ে
আবার একা করে,
কেন চলে গেলে ?

স্বপ্ন

এক মুঠো স্বপ্ন ধরতে চাই
আকাশের নীলে
অনন্তে, অসীমে, অনাবীলে ।
 
স্বপ্নখানি রেখে দেব
বুকে করে
মনের কোঠরে ।
 
স্বপ্ন আমার ছোটো,
সবে পালক গজিয়েছে
আসতে আসতে গজাবে ডানা
সেই ডানায় চরে
সে যাবে উড়ে,
কত আলোকবর্ষ দূরে ।
সেই অজানা গ্রহে
যেখানে স্বপ্ন মেলে
বাস্তবের বাহুডোরে ।

রঙ

গোধুলির রঙ লাল
ফাগুনের রঙ লাল,
আর লাল
গোলাপ ফোটা
তোমার সিঁদুর মাখা গাল ।

আকাশের রং নীল
গভীর জলের ঝীল
আর
নীল তোমার অঞ্চল,
যার আড়ালে খেলা করে তোমার হাঁসি অনাবিল ।

প্রকৃতির রঙ সবুজ,
আবিরের রং সবুজ,
আর সবুজ ওগো
তোমার মিথ্যে ঈর্ষা অবুঝ ।

রাতের রঙ কালো,
মেঘের রঙ কালো,
আর কালো
তোমার ডাগর চোখের কাজল,
তার মায়ায় আমার মনে প্রেমের প্রদীপ জালো  ।

নানা রঙের রঙমহলে
পাই তোমায় বারে বারে
পাই তোমায় শতরূপে,
পাই তোমায় আপন করে ।

খুঁজেছি তোমায়

খুঁজেছি তোমায় একা একা
পাইনি তোমার দেখা ।

খুঁজেছি তোমায় রাজপথে,
গলির মোড়ে ,
পূর্নিমা রাতে,
শরতের  ভোরে ।

খুঁজেছি তোমায় এঁদো বস্তিতে,
লাল আলোর মস্তিতে,
খুঁজেছি তোমায় বাউলের গানে,
ভরা কলকের টানে ।

খুঁজেছি তোমায়
ঘূর্ণির বাঁকে,
খুঁজেছি তোমায় দুর্বিপাকে ।
 
খুঁজেছি তোমায় আকাশের নীলে
অসীমের অনাবীলে ।

শুধু একবার হয়েছিল দেখা
কোন অজানা পথের তীরে
তোমার অতল চোখ দুটি
দেখেছিলাম এক মুহুর্তে
যেন চেয়ে আছি তাদের দিকে হাজার শতাব্দী ধরে ।
তারপর তুমি হারিয়ে গিয়েছ ভীরে
হারিয়ে গেছ সময়ের গভীরে ।

তারপর
খুজেছি কত তোমায় একা একা,
পায়নি তোমার দেখা ।

তবু আশায় বুক বেঁধে
খুঁজে চলেছি তোমায়
কি নিবিড় অক্লান্ত আশায় ।

coder এর জীবন

যেই দেখি মনিটর জানবো বলে রেসাল্ট,
দেখি তোমায় --
প্রানের সখী, ওগো  segmentation fault !
ওরে আমার চাঁদবদনি, ওরে আমার error,
তোকে গড়িয়ে দেব নাকের নোলক, গড়াব চন্দ্র হার ।
যদি একবার বলিস কি পথে আমায় দিবি নিস্তার !

কম্পাইলার এর তাওয়ায় বসে ধূমায়িত প্রাণ,
গন গন করে চলে যায় অন্তবিহীন run ।

বস্তা বোঝাই রিপোসিটোরি, তোড়ায় বাঁধা ভুল,
গন্ধমাদন data-এর নিচে পাইনা কেঁদে কূল ।

মেশিনের উত্তাপ ঘাম ঝরে টপ টপ,
ভেজে চুল, কুল কুল, ভিজে যায় ল্যাপটপ ।


এইভাবে চলে মেমরি নিয়ে খেলা,
প্রসেস চলে অশেষ পথে কেটে যায় বেলা ।

এইভাবে বয়ে যায় coder এর জীবন,
কষ্ট হলেও এতেই মেলে বাঁচার ইন্ধন !

Saturday, 28 September 2013

আমি রিসার্চার

আমি এক আজব জীব,
জুরি মেলা ভার !
lab এর কোণে মুখ ডুবিয়ে দেখি চোখে অন্ধকার,
আমি  রিসার্চার !

মনের মাধুরী মিশিয়ে ভাবি
করব কত আবিষ্কার,
সাপ বেঙ মিলিয়ে করব
এক বিদঘুটে মিক্সচার !
আমি  রিসার্চার !

হতাশায় হাবু ডুবু খাই,
আর অন্যকে দি জীবন বোধের লেকচার ।
স্বপ্ন জীবন গুলিয়ে ফেলে
করি হাহাকার !
আমি  রিসার্চার !

হাঁসছ বুঝি? করছ হ্যাঁটা? হচ্ছে বুঝি মায়া ?
নাকি মনে মনে ভাবছ আমায় ধুমকেতুর ছায়া ?

অতল আঁধার মাঝে করি আলো খোঁজার কাজ,
ব্যর্থ হলেও শ্রমজীবি ! নেই গো কোনো লাজ !

একদিন খুঁজে পাব সেই পরশ মনি,
সেদিন হব আমি সবার চেয়ে ধনী !

দেখবে আমায় তখন তুমি চোখ দুটি চেয়ে,
সেদিন হব আমি সুখী সবার চেয়ে !

নতুন গানে বুক বেঁধে হব আবার সোচ্চার
মুছে যাবে বেথা, ঘুচে যাবে সব অন্ধকার ।

করব সেদিন বিশ্বজয়,
করব সেদিন সব বাধা হেলায় চুরমার ! 
আমি তৃপ্ত, আমি দৃপ্ত, আমি  রিসার্চার !

Thursday, 26 September 2013

কিছু অভিমান রেখো বাকি

কিছু কথা থাক বাকি,
কিছু বেথা থাক বাকি ।
সব বলা হয়ে গেলে,
সব জ্বালা জুড়িয়ে গেলে,
জীবন ফুরিয়ে যাবে,
মিলন ফুরিয়ে যাবে ।

কিছু চোখের জল রেখো বাকি,
কিছু অভিমান রেখো বাকি,
আবার যখন হবে দেখা
হবে আলাপ স্মৃতিমাখা,
খুলে দিও দ্বার,
ভেঙ্গে দিও বাঁধ,
ভিজিয়ে দিয়ে আমার কাঁধ,
জমা বেদনা ঝরিও যত খুশি ।

কিছু সুখ রেখো বাকি
কিছু তৃপ্তি রেখো বাকি,
এখনো কত পথ চলা আছে বাকি ।
এখনো কত কত কথা বলা আছে বাকি ।।

তোমার মুখের হাসি

শরতের ভোরের চেয়েও সুন্দর তোমার মুখের হাসি ।
মনের গভীরে বাজে ঘন ঘন অজানা মধূর বাঁশি ।
নিজেকে বিকিয়ে দিতে পারি
নিজেকে নিঃশ করে হতে পারি বনবাসী
যদি কিনতে পারি ওই ভুবন ভোলানো হাসি ।

Tuesday, 24 September 2013

অনুতাপ

সেই আধ খাওয়া সিগারেটের দিব্বি !
যা ঝরে পড়েছিল পোড়া ঠোঁট থেকে ।
তোমার মাতাল করা আতরের দিব্বি !
যা যোগাতো মৃত্যুর ইন্ধন ।
চাইনি তোমায় ব্যথা দিতে !
শুধু চেয়েছি তোমার সব জ্বালা শুষে নিতে !
কিন্তু
সেই অসহায় মুহুর্তে
আমার সেই বিষাক্ত ছোবলের মত কথা
যা তোমায় করেছিল নির্মম আঘাত !
যার ধাক্কায় আমরা ছিটকে পরেছিলাম
সহস্র সৌরজগত দূরে !
সেই বিষে আমার কলজে পুড়ে গেছে
ঝলসে গেছে পাঁজর !
রক্ত ঝরে ঝরে জমাট বেঁধে গেছে,
লাল ইমারত গড়েছি ভাঙ্গা স্বপ্নের !

কালো বিপ্লবের মত তোমার চুলের ধারা
যা ঝরে পরত আমার মুখে আষাড়ের বৃষ্টির মত ।
লেলিহান শিখার মত তোমার ঠোঁট
যা থেকে চুঁয়ে চুঁয়ে পরত হাজার পেয়ালার মাদকতা --
তার দিব্বি !
চাইনি তোমায় ব্যথা দিতে !
শুধু চেয়েছি তোমার সব জ্বালা শুষে নিতে !
কিন্তু এক লহমার ব্যভিচারে,
ঝরে গেছে ঠোঁটের সিগারেট,
সুখের মতো,
যে জলছে একা একা সেই বিকেলের ঘাসে ।
তুমি চলে গেছ Hamlin এর বাঁশির মত
নিয়ে গেছ সব আশা, সব বিশ্বাস ।
শুন্য করে বুকের পেয়ালাখানি !
Cerberus আমায় নিয়ে গেছে টেনে
নরকের যন্ত্রণা ঘরে !
ফুরিয়ে যাচ্ছি আমি,
তোমার আর না বাজা নূপুরের ছন্দে !
তোমার হারিয়ে যাওয়া আতরের গন্ধে ।।  

এখনি যেওনা চলে

এখনি যেওনা চলে,
কত কথা আছে বাকি,
এখনো রাজানিগন্ধায়  সুরভি আছে গো বাকি,
এখনো প্রদীপ শিখায় আঁচ আছে গো বাকি !

মনে মনে বেঁধেছি যে গান
তোমায় শোনাবো বলে,
সে গান শোনানো আছে গো বাকি ।
কথায় কথায় গেঁথেছিলাম যে মালা
তোমায় পরাবো বলে,
সে মালা পড়ানো আছে গো বাকি ।

এখনি যেওনা চলে,
কত কাজ আছে গো বাকি !

সময় বয়ে যাবে,
জীবন ফুরিয়ে যাবে ।
আসবে না  ফিরে এই মধু যামিনী, হে সখী !
এখনি যেওনা চলে,
এখনো যৌবন আছে গো বাকি ।
প্রেমের স্পন্দন আছে গো বাকি ।।

Saturday, 21 September 2013

কি করে বোঝাবো তোমায়

কি করে বোঝাবো তোমায়
কি সুখে পুড়েছি আমি তোমার বিরহ জ্বালায় !
কি করে বোঝাবো তোমায় !

কি করে বোঝাবো তোমায়
কেন অছিলায় বারে বারে তোমার কাছে আসি
কি করে বলবো তোমায়
মনে মনে তোমায় কত ভালবাসি  ।

বারে বারে ভাবি
এবার যখন হবে দেখা তোমার সাথে ।
খুলে দেব মনের দুয়ার 
বলবো মনের সকল কথা ।
সযত্নে লালিত গোপন প্রেমের গাথা ।

কিন্তু যখনি দেখি তোমায়
ওই রূপ সর্বনাশী !
তোমার ওই নিঃশেষ করে দেওয়া হাসি ।
কথা হারিয়ে যায়
কে জানে কোথায় !
বলা হয়না,
শুধু দীর্ঘশ্বাস নিয়ে ফিরে আসি ।


ভয় হয়,
যদি এই নিবেদন
না কর গ্রহণ
যদি নির্মম ছলে
ভেঙ্গে যায় স্বপন !
তাই
আপন সুখে জ্বলি ।
যেমন জ্বলে পতঙ্গ
পোড়ে তার ডানা
এক এক করে ।
তেমন জ্বলি আমি
তোমার বিরহে ।
জ্বলে আগুন সর্বগ্রাসী !



যদি কখনো জানতে পারো
এই গোপন  মনের কথা
এই একলা প্রিয়ের গভীর মর্ম ব্যথা ;
যদি আপন না করতে পার মোরে
দু ফোঁটা অশ্রু জল
ফেলো আমার সমাধি 'পরে
সার্থক হবে তোমায় ভালবাসা ।
তৃপ্ত হবে কত অতৃপ্ত আশা ।।

গঙ্গার তীরে

চলো চলে যাই সেই গঙ্গার তীরে,
এত ভিড়, এত জটিলতা থেকে বহু দূরে ।
শুধু তোমায় আমায় মিলে ।
বসে রব একা একা,
নরম ঘাসের 'পরে ।
যেখানে  গঙ্গা বয়ে যায় আপন মনে,
যেখানে সেই ব্যাকুল করে দেওয়া পাখিটা ডাকে বড় মধুর করে ।

যেখানে তোমার হৃদয়ের কোণে জমে থাকা
সব ব্যাথা সব অভিমান মেলে দিও উজাড় করে ।
সব জমা কথা বয়ে যাক অশ্রু হয়ে
আমি মুছে দেব সে জল যতন করে ।
তারপর বৃষ্টি-ধোয়া হাসি ফুটবে তোমার মুখে
দেখব আমি প্রাণ ভরে ।

তুমি বলবে কত কথা
হবে কত খুনসুটি ।
আমি অন্যমনস্ক হলে
তুমি ধানের শীষ দিয়ে কানে সুরসুড়ি দেবে,
ধরমরিয়ে উঠবো আমি,
আমায় দেখে তুমি হাসিতে গড়িয়ে পড়বে ।
তখনি সহসা হাতে হাত ঠেকে যাবে !
তোমার মুখে গোধুলির রঙ জাগবে !
আমি ধীরে ধীরে বলব আমার মনের মধুর কথা
তোমার চোখে চোখ রেখে ।
তুমিও বোলো ফিসফিস করে কানে কানে
ভরে উঠবে বিকেল অজানা অশ্রুত গানে,
সে গান আমি রেখে দেব মনে, বড় সোহাগ ভরে ।

যদি আবার মন চায়
ওই গঙ্গার তীরে যেতে,
ছুটে যেও তুমি একাকিনী,
দেখবে,
তোমার স্মৃতির ছোঁয়া আঁকড়ে বসে আছে একজন
যে তোমার কত আপন!
আবার হবে কত কথা
সেই গঙ্গার তীরে ।

Tuesday, 17 September 2013

শুভ জন্মদিন : দীপাদি

দীপাদি,

তোমার জন্মদিনে,
শুভেচ্ছার ডালি উজাড় করে দিলাম,
যদি কর অভিমান,
তবে তোমার সব রোষ মাথা পেতে নিলাম ।
তোমার মুখে ফুটুক হাঁসি -- এই ছিল কামনা,
তাই,  জানি এই তুচ্ছ স্পর্ধা করবে তুমি ক্ষমা ।

আছে যত আশার মুকুল তোমার নিভৃত মনে,
ফুল হয়ে উঠুক ফুটে তোমার জীবনে ।

আধ লেখা কলি যত ছিল গোপনে,
সুরে সুরে উঠুক গেয়ে আজ এই শুভ দিনে ।

এই সামান্য উপহার খানি নীয় আঁচল ভরে,
জন্মদিনের প্রীতি টুকু নীয় আপন করে ।

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রইলো ।

--

কৃপা 

Saturday, 14 September 2013

অভিমান

তুমি অভিমান করতে পারো,
অভিমানে গান ফুলিয়ে গোঁসাঘরে বন্ধ হয়ে থাকতে পারো ।
কারণ,
জানো কেউ আসবে তোমার রাগ ভাঙ্গাতে ।
তোমার ঘরের কপাট খুলে,
মমতা মাখা সোহাগে বলতে "আয় মা, এবার দু মুঠো খেয়ে নে" !
কিন্তু পাড়ার দোকানের সেই পল্টু ?
যে টেবিলে  টেবিলে চা দিয়ে যায়,
মালিকের মুখ খেয়ে যার পেট ভরে ।
সে পারেনা অভিমান করতে !
কারণ
সে জানে 
কেউ আসবেনা তার রাগ ভাঙ্গাতে !
মমতা মাখা সোহাগে তার খিদে মেটাতে !

তুমি কাঁদতে পারো ফুঁপিয়ে ফুঁপিয়ে,
কারণ,
জানো কেউ আসবে তোমায় বুকে টেনে নিতে,
তোমার সব অশ্রু আঁচলে শুষে নিতে ।
কিন্তু ফুটপাথের সেই ছেলেটা ?
যার কতো নিস্ফল কান্না ঝরে গেছে,
মিশে গেছে রাস্তার ধুলোতে !
সে কাঁদতে ভুলে গেছে
কারণ,
কেউ আসেনি তাকে বুকে টেনে নিতে
তার অশ্রু আঁচলে শুষে নিতে!

তুমি কষ্ট পেতে পার
কারণ,
তুমি জানো কেউ তো আসবে,
প্রেমের মহলম নিয়ে,
তোমার ক্ষত এ প্রলেপ লাগাতে,
তোমার সব ব্যাথা আপন করে নিতে ।
কিন্তু সেই দীন মজুর ?
সে কষ্ট পেতে ভুলে গেছে
কারণ,
সে জানে,
সে "অাহ্ " বলে গোঙিয়ে উঠলে 
কেউ আসবে না
তার জ্বালা মেটাতে ।
তাকে দু দন্ড সুখের পরশ দিতে !

তুমি অনেক কিছুই পার
সে অধিকার তোমার আছে !
অভিমান করতে
আপন জন কে কষ্ট দিতে !
কিন্তু মনে রেখো  --
আরও অনেক কষ্টে বেঁচে আছে কত মানুষ 
যাদের অভিমানের নেই কোনো দাম,
ঝরে পরে রাত দিন তাদের ঘাম অবিরাম ।
তবু তারা বেঁচে থাকে
আলোর পানে চেয়ে
জীবনের গান গেয়ে ।






Friday, 13 September 2013

রাগ

রাগ নয় এ যেন ভোরের রাগিনী,
শিশির ভেজা শরত প্রভাতে হালকা রোদের আঁচ
মধুবনে ময়ূরের পেখম তোলা নাচ
যেন বিশ্বরূপে প্রজ্বলিত ভুবন মোহিনী ।


একি অভিমান ?
নাকি রুদ্রাবীনায় তান !
পাখিদের কুহুতান ।
নাকি কিন্নরীদের গান ? 

Monday, 12 August 2013

আলোর সন্ধানে

ক্লান্ত হোস না মন, এখনো অনেক পথ চলা বাকি,
ভেঙ্গে পরিস না চুরমার হয়ে, এখনো সুখের পরশ পাওয়া বাকি ।
নিকষ কালো আঁধার ,
হাতড়ে হাতড়ে পথ খোঁজা ;
পা কেটে যায়, ছোড়ে যায়, ঝড়ে পড়ে কত রক্ত !
তবু মন বলে--
সামনে বাঁক মুরলেই
আছে আলোর সারথী হাতে বর মাল্য নিয়ে ।
অজানা আশায় বুক বেঁধে পথ চলা, আলোর সন্ধানে ।

যদি হই এবারও নিস্ফল, ফেলব আবার চোখের জল !
টপ টপ করে,
ঝড়ে পড়বে কত আশা, কত স্বপ্ন,
মনের গভীরতা নিঃস্ব করে দিয়ে !
তারপর, ফুরিয়ে গেলে অশ্রু নদী,
বুকে নিয়ে রিক্ত বালুচর,
করব আবার সুখের ছল ।
 
ওরে মন, এখনি ক্লান্ত হোসনা তুই !
এখনো অনেক পথ চলা বাকি,
এখনো সুখের পরশ পাওয়া বাকি ।।

  


Thursday, 8 August 2013

২২শে শ্রাবণ : শ্রদ্ধাঞ্জলি

পড়েছিনু একেলা রিক্ত পথ প্রান্তে,
কুড়ায়ে লয়েচিলে মোরে ---
 তব ক্রোড়ে,
 স্নেহ ভরে,
কখন অজান্তে !

হে প্রজ্বল রবি !
তব আলোকে আলোকিত এ তুচ্ছ ক্ষুদ্র শশী,
জপেছি প্রাণ ভরে তব নাম দিবা নিশি ।

তব মহীরূহ ছায়ায় খেলেছি মিছে কত ভাঙ্গা গড়ার খেলা,
দেখেছি চমকিয়া সকল সৃষ্টি মাঝে ---
তোমারি পদ রেনু ,
তোমারি সৃজন মেলা !

তাই তোমারি পুষ্পে গেঁথেছি আজিকে তোমারো কন্ঠ মালা,
তোমারো রসের মহিম ধারায় ভাসিছে সুরের ভেলা ।

আবার এসেছে ক্রন্দনো ঘন সেই ২২শে শ্রাবণ !
নতজানু হয়ে এই গীতাঞ্জলি তোমায় করি অর্পণ ।।


Tuesday, 23 July 2013

ঘরে ফেরার গান

------- (sad melancholic tune) ------------------

যদি চলে যেতে হয়
তবে, কেন পিছে মোড়া
যখন পিছে মুড়বে তখন
কেন চলে যাওয়া ?

যখন দুঃখ পেতে হবে
তখন, কেন সুখের কথা বলা ?
সুখের কথা বলিস তবে
কেন দুখের পথে চলা ?

-------- (change in rhythm; music rises)-----------------

কোথায় রে তোর গীতা কোরান
কথায় রে তোর খোদা ?
ছুটি পাওয়ার জীয়ন কাঠি
তোর ভাবের ঘরে বাঁধা !

পালিয়ে গিয়ে দেখবি যখন
বিশ্ব ভরা ত্রাস,
আপন ঘরে আসবি ফিরে
করবি হা হুতাশ !

ওরে,
আয় ফিরে আয় ঘরে রে তোর
গোলা ভরা ধান,
গলা ভরে সাধিস রে তুই
ভবা খেপার গান ।

ওরে !
আয় ফিরে আয় ঘরে রে তোর
গোলা ভরা ধান,
গলা ভরে সাধিস রে তুই
ভবা খেপার গান ।

 

---------------(music slows down; slow happy tune)-----------------
 
যদি ফিরে আসতে হয়
তবে, কেন চলে যাওয়া ?
যখন আসবে ফিরে তবে
কেন যাওয়ার কথা ভাবা ?

--------------------------(music rises; euphoric tune)

যদি ফিরে আসতে হয়
তবে, কেন চলে যাওয়া ?
যখন আসবে ফিরে তবে
কেন যাওয়ার কথা ভাবা ?









আবার এসেছি ফিরে

আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে,
কত সহস্র আলোক বর্ষ পরে
কত ঝঞ্ঝা কত সাইক্লোন বুকে করে ,
কত জড়তা কত শেকল হেলায় ছিড়ে
এলাম শুধু তোমায় পাবো বলে !
আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে।


আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে
যেখানে হাতে হাত ধরে
ভাবে ভাব মিলে হতো একাকার
যেখানে হয়ে ছিল ছাড়া ছাড়ি
নির্মম বজ্রাঘাতে
ছিটকে পরেছিলাম দুজনে
হাজার পৃথিবী দূরে ।
তাই আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে ।

সেদিন পেয়েছিলাম তোমায়
কত অচেনা মুখের ভিড়ে,
যেমন পায় শ্রমিক
নিকষ আঁধার মাঝে
একটি আসল হীরে !
যেমন পায় পথ হারা
নাবিক হাজার নক্ষত্র মাঝে
একটি ধ্রুব তারা ।
তোমায় ফিরে পাবো বলে
আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে ।

যদি নাই বা আসবে ফিরে
এই কোপাই নদীর তীরে
ফুল হয়ে ঝড়ে পরবো আমি
নিজেকে বিলিয়ে দিয়ে !
আমায় কুড়িয়ে নীয় তুমি
নিজের অঞ্চল ভরে !
সুবাসে সুবাসে গাইব
আমি মিলন রাগের সুরে --
এই তো এসেছি ফিরে
 এই কোপাই নদীর তীরে ।।









Tuesday, 16 July 2013

রকবাজের গান

চলে যাচ্ছি চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

আড্ডা মারার সেই গলি
গানের টুকরো টুকরো সেই কলি
সব ফেলে যাচ্ছি, চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

বড় লোকের সেই মেয়ে
যাকে দেখে উঠতো দিল গেয়ে
একবারও যে হাঁসলো না, আমার পানে চেয়ে
যে খেললো ছিনিমিনি  আমার এ মন নিয়ে !
তাকে ফেলে যাচ্ছি, চলে যাচ্ছি 
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।
 
করে তোদের সবার সাথে আড়ি 
হাজার বছর দেবো পাড়ি
জানি চলে যাওয়া দরকারি
তাই
চলে যাচ্ছি চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

যদি আদর করে কেও ডাকে
(whistle)
তার মনের দেয়ালে আমার ছবি আঁকে ??

(musical pause)

ফিরে আসবো, ফিরে আসবো
তাকে   
ভালো বাসবো, ভালো বসবো
আপন করে
ভালো বাসবো, ভালো বসবো 

ফিরে আসবো, ফিরে আসবো

ভালো বাসবো, ভালো বসবো
আপন করে
ভালো বাসবো, ভালো বসবো  ।।।



Sunday, 14 July 2013

ডাউনলোড

"Left leg first, then the right leg !
Turn around ! Slowly!..
Move forward !...
Relax!..."

আমি আমার আসন এর উদ্দেশ্যে প্রস্থান করিতেছিলাম ।  সহসা এই রোমহর্ষক চাঞ্চল্যকর কথামালায় আঘাত খাইয়া যার পর নাই বিস্মিত হইলাম ! নয়ন মেলিয়া দেখিলাম এক অভূতপূর্ব অনির্বচনীয় দৃশ্য ! দেখিলাম আমাদের শ্রীমান সৌপর্ণ আদর্শ প্রশিক্ষক এর ন্যায় আদেশ দিতেছে ; আর ট্রেন এর উচ্চতম berth এ অবস্থিতা দুর্দম কৃষ্ণাঙ্গি  তরুণী বাধ্য শিষ্যার ন্যায় উহা পালন করিতেছে ! বোধ হয় ইহাকেই বলে ভাগ্যের পরিহাস ! যাহার মধুর আহবান তুমি তুচ্ছ করিয়া চলিয়া গিয়াছিলে  গরজে ; আজ তাহারি হস্তে আপন ভাগ্য সঁপিয়া দিতে হইলো !

আমরা Goa ভ্রমনের পর মুম্বাই এক্সপ্রেসে এ মুম্বাই ফিরিতেছিলাম । আমাদের অনেকের ticket একই জায়গায় কাটা হইয়াছিল ! একটি cancel  করিবার ফলে যে শুন্যস্থান সৃষ্টি হয়, তাহা যে এই ভাবে পূরণ হইবে আমরা ধারণা করিতে পারি নাই ! দেখি সেখানে এক কৃষ্ণ বরনা আসিয়া বসিয়া আছে । প্রথম সাক্ষাতেই মনে হইলো উহার মাতৃদেবী জন্মের পর ভুল করিয়া উহার মুখে মধুর পরিবর্তে লঙ্কা দিয়াছিলেন ! প্রথমেই সে নিজ পাদুকা কোথায় রাখিবে সে বিষয়ে প্রবল ব্যগ্র হইল । অতঃপর  আমাদের কাহারও একজনের upper berth চাহিয়া বসিল । আমি সহৃদয় এর মত তাহা অবিলম্বে  তরুনীর ঝুলিতে দান করিলাম !
কিয়ত কাল পর কৃষ্ণা উপরে উঠিবার প্রচেষ্টায় রত হইলেন । অর্থাত upper berth এর উপর । ইহাতে বিস্ময় এর কারণ দেখিনা । নারীর ধরন বাষ্পের মতন । উভয়েই উর্ধমুখী ! মাথায় ওপর চড়িতে উহাদের তুলনা নাই । প্রথমে ওপরে চড়িয়ে বসেন । পরে বিপদ উপস্থিত হইলেই অশ্রু হইয়া বর্ষিত হন । অতএব উত্তরণ নারীর ধর্ম । তাহার জন্যে উহাদের কোনো দোষ নাই । অগ্নির ধর্ম দাহন করা । দাহ্য পাইলেই দাহন করিয়ে তবে খান্ত হন ।  ইহাই প্রকৃতির নিয়ম । আর নিজ ধর্মের বিরুদ্ধ আচরণ আমাদের সমাজে বিশেষ ভাবে নিন্দনীয় । নারী অনিন্দিতা ! বিশেষ করিয়া তিনি যদি যুবতী  হন !

যাহাই হউক, তনয়া upper berth এ  চড়িবার জন্যে সচেষ্ট হইলেন । কিন্তু এই কার্য সহজে সমাপ্য ছিল না ।  দেবী বার বার চেষ্টা করিতেছিলেন, এবং বার বিফল হইতেছিলেন !  ইহাতের আমাদের সৌপর্নের পৌরুষ জাগিয়া উঠিল !  সেই মুহুর্তে ওই মহাপুরুষের আদম্য নিশ্সার্থ সমাজ সচেতনতা উহার অন্তরে প্রবল ঘা দিতেছিল । অবলা অসহায় তনয়ার বিপদে ওনার হিতার্থে মৃদু কন্ঠে বলিল
                                                  "Do you need help?"
আমি মনে করি ইহা মহত প্রচেষ্টা ।  নারীর উত্থানে বহু মনীষী বিশেষ কৃতিত্বের সাক্ষ্য রেখে গেছেন । আমাদের সৌপর্ণ ও একই প্রচেষ্টায় লিপ্ত ।  কিন্ত দুর্দম মারাঠিনি এই অনুরোধ উপেক্ষা করিয়া একাই উঠিয়া গেলেন !।  দর্শক মন্ডলী একাগ্র চিত্তে এই উত্তরণ নিরীক্ষণ করিতেছিলেন । হঠাত সম্বিত হইলো কৃষ্ণা আজানু লম্বিত বসন পরিয়া আছেন ! তাই আর শেষ পর্যন্ত কৃষ্ণকলির উত্থানের গতিপথ লক্ষ্য করা গেল না । berth এ উঠিয়াই নব-জলধর-বরনার অঙ্গে শুভ্র মেঘের প্রলেপ পরিল । সাদা চাদর মুড়ি দিয়া মেয়ে ঘুমাইয়া পরিল । কালো চুলের এক গুচ্ছ সাদা চাদরের ফাক হইতে দেখা গেল । ইহা যেন সলতা, বিস্ফোরকের অঙ্গ হইতে নির্গত হইয়া তরুণ পুরুষ হৃদয় এ বিপ্লব সৃষ্টি করিতেছিল ! সলতার মুখে কেবল অগ্নি সংযোগের অপেক্ষা ! করিলেই বিস্ফোরণ  !

বিস্ফোরণ  হইলো না । তবে যাহা হইলো তাহা বিস্ফোরণের চেয়েও রোমাঞ্চকর !

দদুল্যাময়ী  ট্রেন, দদুল্যময়ী শ্যামা upper berth এ । যেন ঝুলন এর আবেশে রাই এর তনু মন ঘন ঘন আন্দোলিত হইতেছে ! রাধিকা উপরে বসিয়ে দুলিতেছেন । নিচে আমাদের কানাই মুরারী মুগ্ধ হইয়া তাহা অবলোকন করিতেছেন । তবে কলি কালের রাধা কালো আর কৃষ্ণ সুভ্র ! সেই সাদা কালোর মিলনে কত শত রঙের বিচ্ছুরণ ঘটিয়া  থাকে সে বিষয়ে সবাই অবগত আছেন ! শেক কবির Romeo - Juliet এর সেই দৃশ্যের কথাও নয়নে ভাসিয়ে ওঠে, যেথা শ্রীমান romeo নিচে বাগানে বসিয়া চন্দ্রিমার সহিত বারান্দায় অবস্থিতা juliet এর তুলনা করিয়াছিলেন । এখানে বারান্দা নাই, বাগানও  নাই । আছে berth আর চলন্ত ট্রেন এর কামরা । আছে বঙ্গ সন্তান আর মারাঠি ললনা ।  আর আছে নির্লজ্জ বেহায়া দর্শক মন্ডলী !

ইতি মধ্যে অয়নদার মধ্যে ভাব এর জগরণ ঘটিয়াছে । তাহার কন্ঠে শ্যামাসঙ্গীত খেলিতেছিল । এই ভাব মাতৃভাব সন্দেহ নাই । কিন্ত এই মাতা অবশ্যই নিজের নয় । সম্ভবত নিজের ভবিষ্যত প্রজন্মের ! তাহার মনের ভাব গুলি লিখিতে চাইলে কথ্য ভাষায় লিখিতে হইবে । এবং সেগুলি নিতান্তই অকথ্য হইবে ! আমরা এখানে মহত উদ্দেশ্যে উচ্চ্য ভাষায় উচ্চে আবস্থিতার কথা আলোচনা করিতেছি । এবং নিতান্তই সুদ্ধ মনে এই অদ্ভুত ঘটনা হইতে জীবনের অমোঘ জ্ঞান আহরণ করিতেছি !

ইতি মধ্যে জিয়াদা ও প্রসেনজিতদা সৃষ্টির এই অতুলনীয় ঘটনা দর্শন করিতে উপস্থিত হইয়াছে । উভয়েই একই সাথে বিস্মিত ও পুলকিত হইয়াছে । জিয়াদা কন্যাটিকে তির্যক দৃষ্টিতে পরিক্ষা করিয়াই আমার পানে দৃষ্টি নিক্ষেপ করিল । ভাবখানি এই  - " আমি কি আর নিজের জন্যে দেখিতেছি রে পাগলা ? তোর পাশে কেমন মানাইবে তাহাই ভাবিতেছি মাত্র !"  প্রসেনজিত দার মুখে মৃদু মৃদু হাস্য খেলিতেছিল । প্রসেনজিতদার মা-বাবাও পুলকিত হইতেছিলেন । ওনারা না থাকিলে আমি অবলা নারীটির মনোবল বর্ধনের প্রচেষ্টা করিতাম । তবে মহানুভব সৌপর্ণ যেখানে একাই এই গুরু ভার আপন স্কন্ধে গ্রহণ করিয়াছে, তখন অতি সন্যাসী তে গাজন নষ্ট করিয়া লাভ নাই !

আসলে নামিবার সময় হইয়াছিল মহা বিপদ ! তরুণী নামিতে গিয়া দেখে কোনো অজ্ঞাত কারণে সে নামিতে পারিতেছে না ! তখনি সে কাতর হইয়া বিষ্ণুর দশম অবতার এর সরনাপন্ন হইয়া পরে ।  ভক্তের ডাকে সারা না দিয়া ঈশ্বর কি থাকিতে পারেন ?

কৃষ্ণকলিরও তাহার  নিম্ন বস্ত্রের পরিমান সম্বন্ধে সচেতন হইলো নামিবার প্রথম প্রচেষ্টাতেই ! এক হস্তে  সে berth এর rod  ধরে, অন্য হস্তে skirt সামলায় ! ফলে প্রথম বার তার মুখমন্ডলে তেজ এর বদলে বেথা অনুভব করিলাম । তাহা দেখিয়া মহাত্মা সৌপর্ণ আরও মধুর ভাবে উহাকে নির্দেশ দিতে লাগিল । প্রথমে মেয়েটির প্রথম চরণ rod এ পরিল, তার পর আরেকটি । এই করিয়া দেবী নামিতে লাগিলেন । আহা সে কি দৃশ্য ! পাহাড়ের গা বাহিয়া যেন কালো ঝরনা নামিয়া আসিতেছে ।  মনে হইতেছিল, নিখিল বিশ্ব চরাচর যেন সমস্থ কর্ম ভুলিয়া এই নয়নাভিরম ঘটনা অবলোকন করিতেছে ! দেব, গন্ধর্ব, কিন্নর সবাই  যেন এক নিশ্বাসে এই ঘটনার মহাসমাপ্তির জন্যে অপেক্ষা করিতেছে !

অবশেষে সেই দৈবক্ষণ উপস্থিত হইলো ! সেই দুর্দম দুর্বিনীত নারী আজ পরাভূতা ! সকল অভিমান ভুলিয়া শান্ত বালিকার ন্যায় সে boggy র ভূমিতে অবতীর্ণ । অর্থাত "DOWNLOAD COMPLETE !"

সৌপর্নের জন্যে গর্বে আমাদের বুক সহস্র হস্ত ফুলিয়া উঠিল ! মনে হইতেছিল যেন তিন ভুবন জুড়িয়া শঙ্খ ঘন্টা কাঁসর বাজিতেছে ! দেবতারা স্বর্গ হইতে পুষ্পবর্ষণ করিতেছেন !  কল্পতরু শ্রী রামকৃষ্ণদেব পতিতাদের উদ্ধার করিয়াছিলেন । কিন্তু কোনো নারীর অধোপতন ঘটাইয়া তাহাই উদ্ধার এর কীর্তি এর পূর্বে বোধ করি কোনো মহামানবই করিতে পারেন নাই ! এই ঐতিহাসিক কীর্তির সাক্ষী হইলো মুম্বাই এক্সপ্রেসের এই কামরা । আমার মনে হইলো করতালি দিয়া সহাস্যে দুই জন কে অভিনন্দন জানাই । কিন্তু ইহাতে সবাই কি পরিমান অপ্রস্তুত হইতে পারেন তাহা ভাবিয়া বহু কষ্টে নিজেকে নিবৃত করিলাম ! সদ্য উধৃতা রমনী কোমল নয়নে তার পরিত্রাতা পুরুষ এর পানে চাহিলেন । ততোধিক কোমল মধুর বাক্য তার মুখপদ্ম হইতে নিসৃত হইলো - "Thank you " ! সৌপর্ণ দিগ্বিজয়ী বীর এর মত তা গ্রহণ করিল!  আমরা তাহা দেখিলাম ! নিতান্ত নিষ্পাপ চিত্তেই, বলাই বাহুল্য ! 


Saturday, 13 July 2013

প্রকৃতি : আমেরিকা যাত্রার প্রাক্কালে



হে সুদূরের পথচারিনী !

 
উড়ে যেও তুমি পুষ্পক রথে চড়ে       
 সাত সমুদ্র তেরো নদী পাড়ে ;
চিত্ত ব্যাকুল সদাই তব সুদূর প্রিয়ার তরে
বেঁধে নেবে সে তোমায় আপন বাহুডোরে
জ্ঞানের ডালি ভরে নিয়ে তুমি আসবে যবে ফিরে
বরণ করে নেবো তোমায় এই বঙ্গ মায়ের নীড়ে ।।


শুভেচ্ছা,
কৃপা দা